ধর্ম ও জীবন ১২ নভেম্বর, ২০২২ ০৯:০৮

সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী ৯ সাহাবি

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ধর্ম ডেস্ক: হাদীস শব্দের শাব্দিক অর্থ, নতুন, প্রাচীন ও পুরাতনের বিপরীত বিষয়। এ অর্থে যে সব কথা, কাজ ও বস্তু পূর্বে ছিল না, এখন অস্তিত্ব লাভ করেছে তাই হাদীস। এর আরেক অর্থ হলো, কথা।

পরিভাষায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্‌র রাসূল হিসেবে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু বলার বা করার অনুমতি দিয়েছেন অথবা সমর্থন জানিয়েছেন তাকে হাদিস বলা হয়। 

রাসুলের সাহাবি সংখ্যা কত?

সাহাবায়ে কেরাম নবী-রাসুলদের পরে শ্রেষ্ঠ দল। তারা আমাদের চেতনার বাতিঘর আমাদের আদর্শ ও অনুসরণীয় ব্যক্তি। সাহাবায়ে কেরাম রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে হাদিস বর্ণনা করছেন। তারা হাদিসের শুদ্ধতা সম্পর্কে নিশ্চিত না হয়ে হাদিস বলতেন না। কোনও হাদিস নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে সন্দেহ দেখা দিলে তারা তা যাচাই করে নিতেন। 

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবির সঠিক সংখ্যাটি নিশ্চিত নয়। এনিয়ে কয়েকটি মতামত রয়েছে। যেমন, ইমাম মুসলিমের উস্তাদ হাফেজ আবু জুরয়া (রহ.) দৃঢ়তার সঙ্গে বলেছেন, সাহাবিদের সংখ্যা ১,১৪,০০০ (এক লাখ ১৪ হাজার)। -(আল জামে ২/২৯৩ (খতিব বাগদাদি)

এদিকে জালালুদ্দিন সুয়ুতি (রহ.) বলেন, সাহাবিদের সংখ্যা ১,২৪,০০০ (এক লাখ ২৪ হাজার)। (আল খাসাইসুল কুবরা)। এ ছাড়া আরো একাধিক মত পাওয়া যায়। মোটকথা, সাহাবিদের সংখ্যা এক লাখের বেশি।

সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবি

তবে রাসুলের এতো সাহাবির মধ্যে হাজারের ঊর্ধ্বে হাদিস বর্ণনা করেছেন মাত্র সাতজন সাহাবি। এখানে সেই সাত সাহাবিসহ সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী ৯জন সাহাবির তালিকা তুলে ধরা হল-


১. আবু হুরায়রা (রা.)। হাদিস সংখ্যা ৫৩৭৪টি। মৃত্যু ৫৭ হিজরি। বয়স : ৭৮ বছর।

২. আয়েশা সিদ্দিকা (রা.)। হাদিস সংখ্যা ২২১০টি। মৃত্যু ৫৮ হিজরি বয়স : ৬৭ বছর।

৩. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)। হাদিস সংখ্যা ১৬৬০টি। মৃত্যু ৫৮ হিজরি। বয়স : ৭১ বছর।

৪. আবদুল্লাহ ইবনে উমর (রা.)। হাদিস সংখ্যা ১৬৩০টি অথবা কোনও কোনও বর্ণনা মতে ২৬৩০টি। মৃত্যু ৭০ হিজরি। বয়স : ৮৪ বছর।

৫. জাবের ইবনে আবদুল্লাহ (রা.)। হাদিস সংখ্যা ১৫৪০টি। মৃত্যু ৭৪ হিজরি। বয়স : ৯৪ বছর।

৬. আনাস ইবনে মালেক (রা.)। হাদিস সংখ্যা ১২৮৬টি অথবা কোনও কোনও বর্ণনা মতে, ২২৮৬টি। মৃত্যু ৯৩ হিজরি। বয়স : ১০৩ বছর।

৭. আবু সাঈদ খুদরি (রা.)। হাদিস সংখ্যা ১১৭০টি। মৃত্যু ৪৬ হিজরি। বয়স : ৮৪ বছর।

৮. আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)। হাদিস সংখ্যা ৮৪৮টি। মৃত্যু ৩২ হিজরি। বয়স : ৭৫ বছর।

৯. আমর ইবনুল আস (রা.)। হাদিস সংখ্যা ৭০০টি। মৃত্যু ৬৩ হিজরি। বয়স : ৮৮ বছর। 

(সূত্র : কিতাবুস সুন্নাহ কবলাদবিন : ১/৪১৮, আল ইসাবা : ৩/২৫৭, সিয়ারু আলামিন নুবালা : ৩/৪০০,১/৯৪, তিরমিজি : ৩৮৯০)

আমাদেরকাগজ/ এএইচ