বিনোদন ১৫ নভেম্বর, ২০২২ ০৫:৫৯

কাতার বিশ্বকাপে যাচ্ছেন না ডুয়া লিপা

বিনোদন ডেস্ক: রোববার ২০ নভেম্বর  কাতার ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার বিষয়টি অস্বীকার করলেন জনপ্রিয় পপ তারকা ডুয়া লিপা। গায়িকা বলেছেন, তিনি কাতার সফর করার অপেক্ষায় থাকবেন, যখন দেশটি সমস্ত মানবাধিকার প্রতিশ্রুতি পূরণ করবে।

সমকামী সম্পর্ক, মানবাধিকার লঙ্ঘন এবং অভিবাসী শ্রমিকদের নিরাপত্তাহীনতার অভিযোগে বিগত বছরগুলোতে সমালোচিত হয়েছে কাতার। দেশটিতে সমকামিতা বেআইনি এবং সমকামী সম্পর্কের কারণে মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে। এছাড়া অভিবাসী শ্রমিকদের নিরাপত্তার বিষয়েও কাতারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে কয়েকবার।

ডুয়া লিপা অংশ না নিলেও রবি উইলিয়ামস এবং বিটিএস এর জং কুক কাতার বিশ্বকাপে পারফর্ম করবেন বলে জানা গেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে গার্ডিয়ান পত্রিকা তাদের একটি প্রতিবেদনে বলেছে, কাতারে বিশ্বকাপের বিড জেতার পর থেকে এখন পর্যন্ত ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ছয় হাজার পাঁচশ অভিবাসী কর্মী মারা গেছে।
যদিও কাতার সরকার বলছে যে, মোট সংখ্যাটি বিভ্রান্তিকর, কারণ বিশ্বকাপ সম্পর্কিত কাজে বর্ণিত সংখ্যার বিদেশি লোক কাজ করেনি।

২৭ বছর বয়সী এই গায়িকা রোববার (১৩ নভেম্বর) ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে আগেই বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে আমি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান করছি। আমি সেখানে পারফর্ম করছি না। এ বিষয়ে আমার সঙ্গে কারও কখনও আলাপও হয়নি।

তিনি আরও বলেন, আমি দূর থেকে ইংল্যান্ডকে উৎসাহ দেব। আমি কাতারে সেদিনই যাব যেদিন দেশটির মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে। বিশ্বকাপ আয়োজনের শর্ত যেদিন দেশটি পূর্ণ করবে। কসোভার-আলবেনিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বাবা-মায়ের আবাস লন্ডনে জন্ম নেওয়া লিপা কাতারে না খেলার জন্য প্রথম নাম নয়।

এর আগে স্যার রড স্টুয়ার্ট এই বিশ্বকাপে পারফর্ম করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সানডে টাইমসকে তিনি বলেছেন, এখন থেকে ১৫ মাস আগে আমাকে সেখানে পারফর্ম করার জন্য প্রস্তাব করা হয়েছিল। আমি তা প্রত্যাখ্যান করেছিলাম।

আমাদেরকাগজ/ এএইচ