অর্থ ও বাণিজ্য ১৫ নভেম্বর, ২০২২ ০৭:৪১

পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য: ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণেরও বেশি বেড়েছে। গত অর্থবছরে ভারতে বাংলাদেশের রফতানি প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোয় এশিয়ায় বাংলাদেশের জন্য রফতানির বড় গন্তব্য হয়ে উঠেছে ভারত। এমনটাই বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। 

সোমবার(১৪ নভেম্বর) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা ও চেম্বারগুলোর সঙ্গে মতবিনিময় এসব কথা বলেন তিনি।

প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে রূপান্তরিত করেছে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা কমপ্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টের (সেপা) গুরুত্বের ওপর জোর দেন, যা উভয়পক্ষই আলোচনায় সম্মত হয়েছিল। এক্ষেত্রে একটি নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো ও সাপ্লাই চেইন সংযোগ তৈরি করে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

সড়ক, রেলপথ, অভ্যন্তরীণ নৌ-পথ ও কোস্টাল শিপিংয়ের মাধ্যমে এই উপ-অঞ্চলের বৃহত্তর সহযোগিতা, একীভূতকরণ এবং বহুমুখী সংযোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার। ঢাকায় আগত সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের একটি প্রতিনিধি দলও এ অনুষ্ঠানে অংশ নেন।

আমাদের কাগজ//জেডআই