বিনোদন ১৯ নভেম্বর, ২০২২ ১০:০৯

বছর পার না হতেই ভেঙে যাচ্ছে ‘ডানা ভাই জোস’ এর সংসার!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় ইউটিবার এর মধ্যে কামরুন নাহার ডানা অন্যতম একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ কয়েকবছর ধরে খ্যাতি পেয়েছেন। তিনি যখন তার নিজের ক্যারিয়ার যখন উপরে উঠতে যাচ্ছে তখন  তিনি বিয়েটাও করে ফেলেন।   এ বছরই ডানা বিয়ে করেন সায়ান মোহাম্মাদ রাফিকে। তবে শোনা যাচ্ছে তাদের সংসারে এখন ভাঙনের ঘন্টা বাজছে। যেকোনো সময় আসতে পারে বিচ্ছেদের ঘোষণা!

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার করা পোস্ট এবং কমেন্ট সেরকমই ইঙ্গিত দিচ্ছে। তবে কি কারণে তাদের সংসারে টানাপোড়েন তা এখনও খোলাসা করেননি তিনি।


ইতিমধ্যে ডানা নিজের ফেসবুক প্রোফাইল থেকে তার স্বামী সায়ান মোহাম্মাদ রাফির সব ছবি সরিয়ে ফেলেছেন।

গত ১৬ নভেম্বর তিনি নিজের ফেসবুকে পোস্টে লেখেন, ‘কোন সম্পর্কের শুরুতেই যদি জানা যেতো যে সম্পর্কের ব্যাপ্তিকাল কত, তাহলে কি বিচ্ছেদ আর হতো না??? হয়ত বিচ্ছেদ না হলে নতুন করে সম্পর্ক ও তৈরি হতো না’। 

তিনি আরও উল্লেখ করেন, ‘প্রতিটা সম্পর্কের থাকে আলাদা ধরণ , আলাদা রঙ, আলাদা অনুভূতি। কেউ কি শখ করে বিচ্ছিন্ন করে সম্পর্ক! কেউই করে না। কখনও সম্পর্ক ভাঙে, তার নিজস্ব রঙ হারায় বলে। আর কখনও সম্পর্ক ভাঙে অন্যের হস্তক্ষেপে’।

ডানা লিখেছেন, ‘কি কঠিন এই বাস্তবতা, কি নিষ্ঠুর হয়ে ওঠে সম্পর্ক ভাঙার পর মানবিকতা। কেন এমনটা হলো, কেন এমন না হলেও পারতো। ভাঙার পর একে অপরের প্রতি সহানুভূতি , এসব না থেকে শুরু হয় কাদা ছোঁড়াছুঁড়ির পর্ব’।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘জীবন অনেক কঠিন। প্রতিটা সম্পর্কের ভাঙন আরো বেশি করে জানিয়ে দেয় জীবন বড়ই কঠিন। সম্পর্ক থাকুক আর নাই বা থাকুক, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাটুকুন না হয় থাকুক’।

এদিকে কামরুন নাহার ডানা শুক্রবার (১৮ নভেম্বর) রাতে আরও একটি ফেসবুক পোস্ট করেছেন ‘ডানা ভাই জোস’ নামের ফেসবুক পেজে। সেখানে তিনি উল্লেখ করেছেন ‘কিছুক্ষণ আগে তার প্যানিক অ্যাটাক হয়েছে’।

পোস্টটিতে তিনি আরও লিখেছেন, ‘প্যানিক এ্যাটাক আমার যে প্রায় হয় তা না , তবে যখন হয় একদম ভেতরটা কাঁপিয়ে দেয় । আজকে যখন আমার এই প্যানিক এ্যাটাকটা হলো, আমি বাসায় একদম একা। না কেউ কথা বলে আমাকে শান্ত করার ছিল , না কেউ আগলে ধরে সাহস দেয়ার মত। কাঁপতে কাঁপতে যখন বিছানায় শুয়ে পড়লাম তখন কেমন যেন ফ্ল্যাশব্যাকে প্রতিটা কাছের মানুষের চেহারা ভেসে উঠলো'। 

ডানা আরও লেখেন, ‘নিজেকে ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ । কেউ আপনার ভালো বুঝুক আর নাই বা বুঝুক ,নিজের ভালো থাকার অঙ্কটা নিজেকে কষে নিতে হবে। কারন আপনার গল্পের আপনিই লেখক, বাকিরা কেবলই পাঠক।