আন্তর্জাতিক ২০ নভেম্বর, ২০২২ ০৯:৪১

ইউক্রেন বিজয় যুক্তরাজ্য নিয়ে যা বললো ঋষি সুনাক

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য ‘যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন নিশ্চিত করার’ জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, ‘আমরা আমাদের দেশের এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, ‘আমরা আরও শক্তিশালী এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করব।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন বিজয়ী না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য সমর্থন দিয়ে যাবে। তিনি বলেন, রুশ হামলা থেকে ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং দেশটির জাতীয় অবকাঠামো রক্ষায় প্রতিরক্ষা সহায়তা দেবে যুক্তরাজ্য।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার বিমান হামলার পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর কাছে প্রতিরক্ষা সহায়তা চেয়ে আসছে ইউক্রেন। 


আমাদের কাগজ//টিএ