নিজস্ব প্রতিবেদক: শিশু সাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব আলী ইমাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২১ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।
আলী ইমাম বাংলাদেশ টেলিভিশনের মহা-ব্যবস্থাপক ছিলেন এবং ২০০৬ সালে চাকরি থেকে অবসরগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
এছাড়া গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশুদের বইসহ তার লেখা দুই শতর বেশি বই প্রকাশিত হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম