সোশ্যাল মিডিয়া ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১০:১০

রাব্বানীর আজকের ফেসবুক স্ট্যাটাসও ফেইক: বায়েজিদ

ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে ঢাকা জজ কোর্টে এডভোকেট হিসেবে কর্মরত বায়েজিদ আহমেদ খান ছাত্রলীগের সাম্প্রতিক ইস্যূতে গোলাম রাব্বানীকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। যেখানে তিনি এখনো রাব্বানী মিথ্যাচার চালিয়ে দোষ ঢাকার চেষ্টা করছে বলেই মত দিয়েছেন। স্ট্যাটাসটির গুরুত্ব বিবেচনায় আমাদের কাগজ পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

"(রাব্বানী ১৬/০৯/২০১৯)

বুকে হাত দিয়ে বলতে পারি, স্বেচ্ছায়-স্বজ্ঞানে আবেগ-ভালোবাসার এই প্রাণের সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী 'গর্হিত কোন অপরাধ' করিনি। আনীত অভিযোগের কতটা ষড়যন্ত্রমূলক আর অতিরঞ্জিত, সময় ঠিক বলে দেবে।

রাব্বানীর আজকের স্টাটাসে মনে হচ্ছে নেত্রীকে ভুল বুঝানো হয়েছে কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে ভুল বুঝালেই তিনি ভুল বুঝবেন না।
সমস্ত অপকর্মের তথ্য প্রমাণ নিয়েই তিনি এমন ব্যাতিক্রমী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

অনেক কিছুর মতো আজকের স্টাটাসটাও ফেইক ছিলো।

কথায় কথায় সিন্ডিকেট বলে পার পেতে চায় অথচ নিজেই সাবেক নেতাদের আশীর্বাদে অতীতে দুইবার কেন্দ্রীয় কমিটির পদ পেয়েছিল।

যাদেরকে গালি দিয়ে আজ নিজের অপকর্ম ঢাকতে চাচ্ছিলে তাদের চামচামি করেই দিন কাটতো একসময়।

বুঝলাম কথিত সিন্ডিকেট খারাপ ছিলো আপনি নিজে কি করেছেন ছাত্রসমাজের সাথে??

কথায় কথায় আপার ছাত্রলীগ বলে নিজেকে শ্রেষ্ঠ দাবি করে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের ছোট করা হতো।

নিজে কি এমন মহান কাজ করেছেন??

আপা তো বলেনি আগের ত্যাগী কর্মীদের বাদ দিয়ে কমিটি করতে, আপা তো বলেনি গ্রুপিং করতে , তাইলে তুমি কোন অধিকারে কমিটি করার সময় কে কার লোক সেটা বাছাই করেছো অনেক যোগ্যদের বাদ দিয়েছো।

আরো অনেক কিছুর প্রমাণ আছে যা আগে কোনো নেতা কখনো করেনি, মিথ্যা দিয়ে সকল সত্যি ঢাকা যায়না।

আপনি যানের কি ফেরিওয়ালা বাদেও আপনার নামের সাথে অনেক উপাধি জনগণ আগে থেকেই দিয়ে রেখেছে??

খবর নেন ভালো ভাবে।

বিশাল মেধাবী নেতা এতটুকু বুঝেনা যে আমি কি করতেছি জাতি আমাকে নিয়ে কি ভাবে শুধু মনে হতো সব ভালা করতেছি।

(আমি কিন্তু কখনো কিছু চাইনি ভাইয়েরা আবার মনে কইরেন না যে কিছু না পেয়ে লিখলাম হেতারা নেতা হওয়ার পরদিন থেকেই যুবলীগ করছি) কিন্তু এই লোকটার চাপাবাজীতে জাতি অস্থির ছিলো আমি তার মধ্যে একজন।"