আন্তর্জাতিক ২৬ নভেম্বর, ২০২২ ০৬:২৪

রাসমেলায় বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের কোচবিহারের রাসমেলায় বাংলাদেশের পদ্মার সুস্বাদু ইলিশ বিক্রি হচ্ছে। ‌‘মাছে ভাতে বাঙালি’ তাই চেষ্টা চলছে বাঙালির পাতে পদ্মার রুপালি ইলিশ তুলে দেওয়ার। কম দামে ছোট ইলিশ বিক্রি হচ্ছে সেখানে।

প্রতিবছর বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে রুপালি ইলিশ যায় কোচবিহারের রাসমেলায়। এরই মধ্যে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের হাকঁ ডাকে ও ইলিশের ঘ্রাণে মন মাতিয়ে তুলেছে মেলায় আসা দর্শনার্থীদের।

বড় ইলিশের দাম নাগালের বাইরে বলে অনেকে কেনার জন্য এক পা এগোলে আবার দুই পা পিছিয়ে যান পকেটে টান পড়বে বলে।

তবে এই বছর রাসমেলায় উঠেছে ছোট সাইজের লবণ মাখানো পদ্মার ইলিশ শুটকি। বড় ইলিশগুলো আকারে প্রায় ১২ ইঞ্চির বেশি লম্বা অথচ ছোট সাইজের ইলিশ মিলছে ৬ থেকে ৮ ইঞ্চির মধ্যে। সাইজে ছোট বলে দামও নাগালের মধ্যে।

ছোট পদ্মার ইলিশ মিলছে ১৮০ থেকে ২০০ রুপির মধ্যে। বাংলাদেশের নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, পদ্মার সুস্বাদু ইলিশের চাহিদা থাকলেও মধ্যবিত্ত বাঙালির চরা দামে বড় ইলিশ কিনতে একটু অনীহা। তাই এবার ছোট ইলিশ নিয়ে মেলায় এসেছেন তারা। বিক্রিও হচ্ছে বেশ ভালো।

বাংলাদেশের নারায়ণগঞ্জের ব্যবসায়ী আক্তার আলী বলেন, ছোট সাইজের ইলিশ নিয়ে এসেছেন তারা। এখানে পদ্মার ইলিশের খুব ভালো চাহিদা রয়েছে। সাদে ও গন্ধে অতুলনীয় হওয়ায় ব্যাপক বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

আমাদেরকাগজ/ এএইচ