আন্তর্জাতিক ২৭ নভেম্বর, ২০২২ ০৯:৫০

ইতালিতে ভূমিধসে নিখোঁজ ১৩

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম ইউরোপের দেশ ইতালিতে ভারী বর্ষণের পর ভূমিধসের ঘটনা ঘটেছে। শনিবার ইসচিয়া দ্বীপ সংলগ্ন উপকূলীয় এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ছয় ঘণ্টার ব্যবধানে ১৫৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটেছে। বহু গাছপালা, ঘরবাড়ি ও গাড়ি ভেসে গেছে। মাটি নিচে চাপা পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তিদের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই মাটির নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইতালির সিভিল প্রোটেকশন কর্মকর্তা জিয়ান্নি কাপুয়ানো স্কাই টিজি২৪ কে বলেন, নিখোঁজদের মধ্যে একটি ছোট্ট শিশুও রয়েছে। একটি গাড়ি পানির তোড়ে সমুদ্রে ভেসে গেছে। তবে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে টুইটারে এক পোস্টে জানিয়েছে ফায়ার ব্রিগেড।

ইসকিয়া দ্বীপের একটি শহর লাক্কো আমেনোর মেয়র বলেন, এখনো প্রায় এক ডজন পরিবারের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি। বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। এছাড়া, দ্বীপে একটি হোটেলে অনেক মানুষ আটকা পড়ে আছেন বলেও খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা লিসা মোকিয়ারো জানান, ভোর ৩টার দিকে তারা বজ্রপাতের বিকট আওয়াজ শুনতে পান। এরপর প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। ঘণ্টা দুয়েক পর ভোর ৫টার দিকে দ্বিতীয় দফায় ভূমিধসের ঘটনা ঘটে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল’ বলে উল্লেখ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

 

আমাদের কাগজ//টিএ