বিনোদন ২৭ নভেম্বর, ২০২২ ১২:৪০

তিন শব্দের টুইটে বিপাকে রিচা চাড্ডা

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

বিনোদন ডেস্ক: ভারতীয় সেনাকে নিয়ে অপমানজনক টুইট করার অভিযোগ উঠেছে রিচা চাড্ডার বিরুদ্ধে। এর জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। কিন্তু বিতর্ক যেন কিছুতেই থামছে না।

বিতর্কের সূত্রপাত হয় রিচার একটি টুইটকে কেন্দ্র করে। আসলে অভিনেত্রী ভারতীয় সেনার নর্দান কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একটি মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছিলেন। গতকালই নর্দান আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর জানিয়েছিলেন, কেন্দ্র নির্দেশ দিলেই পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করতে প্রস্তুত তাঁরা। তিনি বলেন, ”ভারত সরকারের নির্দেশ পালন করতে সেনা প্রস্তুত। এই ধরনের নির্দেশ দিলেই আমরা তা পালন করব।” 

উপেন্দ্র দ্বিবেদীর এ পোস্ট শেয়ার করে খানিকটা মজার ছলে রিচা লেখেন, ‘গালওয়ানের কথা মনে আছে?’ ২০২০ সালে গালওয়ানে চীনের সঙ্গে সংঘর্ষে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। চীনের সঙ্গে সংঘর্ষে সেবার ২০ ভারতীয় সেনা প্রাণ হারান। হয়তো সেই স্মৃতি উসকে দিয়ে সেনা কর্মকর্তাকে খোঁচা দিতে চেয়েছিলেন রিচা।

রিচা অনেকটা সেই স্মৃতি উসকে দিয়ে সেনা আধিকারিককে খোঁচা দিতে চেয়েছেন বলে অভিযোগ। এতেই সমালোচনা শুরু হয়ে যায়। এমনকি অক্ষয় কুমার থেকে শুরু করে বলিউডের অনেকেই রিচার বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন। 

অন্যদিকে রিচার পাশে দাঁড়িয়েছেন প্রকাশ রাজ, স্বরা ভাস্করসহ অনেকে। এরই মধ্যে ‘বিতর্কিত’ সেই টুইট মুছে দিয়েছেন রিচা। সঙ্গে এটাও জানিয়েছেন, তাঁর পরিবারের একাধিক সদস্য ভারতীয় ফৌজে ছিলেন। ফলে সেনাবাহিনী নিয়ে ঠাট্টা করার কোনো অভিপ্রায় তাঁর ছিল না।

২০২০ সালে গালওয়ানে চীনের সঙ্গে সংঘর্ষে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। চীনের সঙ্গে সংঘর্ষে সেবার ২০ ভারতীয় সেনা প্রাণ হারান। হয়তো সেই স্মৃতি উসকে দিয়ে সেনা কর্মকর্তাকে খোঁচা দিতে চেয়েছিলেন রিচা।

 

আমাদের কাগজ//টিএ