আইন ও আদালত ২৭ নভেম্বর, ২০২২ ০৬:০০

জঙ্গি ছিনতাই: আরও দুই পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আদালত চত্বর থেকে প্রকাশ্যে পুলিশের চোখে স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের আরও  দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নূরে আজাদ ও জয়নাল। এর মধ্যে আজাদকে ডাকাতরা পিটিয়ে পিপার স্প্রে দিয়ে আহত করে।

এর আগে ২১ নভেম্বর একই ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। জঙ্গি ডাকাতির ঘটনায় মোট সাত পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া পাঁচ পুলিশ সদস্য হলেন সিএসএম কোর্ট কারাগারের কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, কারাগারের এসআই নাহিদুর রহমান ভূঁইয়া, এটিএসআই মহিউদ্দিন, কনস্টেবল শরীফ হাসান ও আবদুস সাত্তার।

উল্লেখ্য, ২০ নভেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটক থেকে মোটরসাইকেল আরোহী চার জঙ্গি পুলিশের চোখে মরিচ ছিটিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। লেখক অভিজিৎ রায় ও জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যু।

আমাদেরকাগজ/এইচএম