বিনোদন ৩ ডিসেম্বর, ২০২২ ১০:১০

সুরের মূর্ছনায় তারুণ্যের উচ্ছ্বাসে

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

বিনোদন ডেস্ক: বিনোদন ডেস্ক: প্রথম ‘ব্যান্ড মিউজিক ডে’ (১ ডিসেম্বর) উপলক্ষে আর্মি স্টেডিয়ামে আয়োজিত শনিবারের (২ ডিসেম্বর) ব্যান্ড মিউজিক ফেস্টে তারুণ্যের ঢল নেমেছে। এই আয়োজনকে আয়োজকরা দাবি করছেন বছরের সবচেয়ে বড় কনসার্ট হিসেবে। যে আয়োজনে বহুদিন পর তারুণ্যের উচ্ছ্বাস আর ব্যান্ড তারকাদের উল্লাস মিলে-মিশে একাকার হয়েছে।  

এদিন বেলা ১২টায় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয় দর্শকের জন্য। এরপর দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয় কনসার্টের মূল আয়োজন। ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গান দিয়ে কনসার্টের সূচনা করে ভাইকিংস। তারপর নিজেদের গান দিয়ে শ্রোতাদের মাতিয়ে রাখে অবসকিওর। পাওয়ারসার্জ পরিবেশন করে নগর বাউলের ‘সুলতানা বিবিয়ানা’সহ নিজেদের কয়েকটি গান। 

পেন্টাগন পরিবেশন করে ‘তোমায়’, ‘বৃষ্টি’, ‘এই রাতে’ শীর্ষক গানগুলো। শিরোনামহীন পারফর্ম করে ‘এই অবেলায়’, ‘বন্ধ জানালা’সহ আরও কয়েকটি গান। প্রতিটি গানেই শ্রোতারা নেচে গলা মিলিয়ে উপভোগ করে।

নিজেদের গানে মধ্যরাত পর্যন্ত মাতিয়ে রাখে মাকসুদ ও ঢাকা, রেঁনেসা, নগর বাউল, মাইলস, ওয়ারফেইজ, সোলস, অর্থহীন, দলছুট, আর্টসেল ও ক্রিপটিক ফেইট। আইয়ুব বাচ্চুর হাতে শুরু হওয়া ব্যান্ড মিউজিক ফেস্টে এভাবেই গানে গানে স্মরণ করা হয় রক তারকাকে। সব মিলিয়ে চলতি বছরের সবচেয়ে বড় আর সেরা কনসার্টটি উপভোগ করছেন উপস্থিত দর্শক শ্রোতারা।

৯ বছর আগে আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এই উৎসব। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর নতুন করে সাজানো হয়েছে সেই আয়োজন। দিনটিকে ঘোষণা করা হলো ‘ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে। চ্যানেল আইয়ের সঙ্গে এ বছর যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (বামবা)।


আমাদের কাগজ//টিএ