আন্তর্জাতিক ৬ ডিসেম্বর, ২০২২ ০৯:৫৯

ইলন মাস্কের কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি নিউরালিংকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি পর্যায়ে। প্রাণীদের ওপর নির্যাতনের অভিযোগে এই তদন্তে দেশটির কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রণালয়ের মহাপরিদর্শকের দপ্তর এই তদন্তের দায়িত্বে রয়েছে।

নিউরালিংক মূলত মস্তিষ্কের ভেতর যন্ত্র বা যন্ত্রাংশ (চিপ) স্থাপনে বিশেষায়িত একটি কোম্পানি। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈজ্ঞানিক পরীক্ষার নামে বিভিন্ন প্রাণীকে ভয়াবহ শারীরিক যন্ত্রণা দেওয়া সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে নিউরালিংকের বিরুদ্ধে।

এসব অভিযোগ আমলে নিয়ে মার্কিন প্রাণী কল্যাণ আইনের আওতায় এই তদন্ত শুরু করেছে কৃষি মন্ত্রণালয়ের মহাপরিদর্শকের দপ্তর।

গত ২ ডিসেম্বর মাস্ক ঘোষণা দেন তার মালিকানাধীন কোম্পানি নিউরালিংক বিশেষ এক ধরণের যন্ত্র (চিপ) তৈরি করেছে। এই চিপ মস্তিষ্কে বসালে মানুষ কম্পিউটারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) অনুমোদন দিলে দ্রুত স্বেচ্ছাসেবীদের নিয়ে ট্রায়াল পরীক্ষা শুরু করবেন বলেও জানান তিনি। কিন্তু মানব মস্তিষ্কে চিপ বসানোর এই প্রকল্প নেওয়ার আগে আরও কিছু প্রকল্প নিয়েছিল নিউরালিংক। সেসব প্রকল্পে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন প্রাণীকে।

কোন সূত্রের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে, তা ও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, নিউরালিংকের সাবেক কর্মীদের অভিযোগ আমলে নিয়েই শুরু হয়েছে এই তদন্ত।

আমাদের কাগজ//জেডআই