আন্তর্জাতিক ৭ ডিসেম্বর, ২০২২ ১১:৫৫

সৌদি সফরে যাচ্ছেন শি জিনপিং

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তেল উৎপাদনসহ বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র্রের সঙ্গে সৌদির সম্পর্কে ভাটা চলছে। এর মধ্যে,বুধবার (৭ ডিসেম্বর) তিন দিনের সফরে সৌদি পৌঁছাবেন শি জিনপিং। এটি করোনা মহামারির পর শি জিনপিংয়ের তৃতীয় বিদেশ সফর। চারটি সূত্রের বরাতে মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, শি জিনপিং সৌদি আরবে রাষ্ট্রীয় সফর করবেন এবং রিয়াদে প্রথম চীন-আরব রাষ্ট্র সম্মেলন ও চীন-জিসিসি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় চীন।

চীনের গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে, চীন- আরব শীর্ষ সম্মেলনের কারণে চীনের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক ইতিহাসের মাইলস্টোন হয়ে দাঁড়াবে। এতে আরও বলা হয়েছে, আরব বসন্তের ‘গুরুতর প্রভাব’ এর পরে, এই অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা এড়াতে এবং স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জনের জন্য চীনের অভিজ্ঞতার প্রতি গভীর আগ্রহ মধ্যপ্রাচ্যের।

২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর সৌদি-যুক্তরাষ্ট্র সস্পর্কে ফাটল ধরে। এ ছাড়া তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের সিদ্ধান্ত নিয়ে দেশটির সঙ্গে দূরত্ব আরও বাড়ে।

 

আমাদের কাগজ//টিএ