খেলাধুলা ৭ ডিসেম্বর, ২০২২ ০৪:১২

মিরাজ-মাহমুদউল্লাহর বীরত্বে বাংলাদেশের সংগ্রহ ২৭১

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: ১৯ ওভারেই ৬৯ রানে নেই ৬ উইকেট। বাংলাদেশ তখন খাদের কিনারায়, সেখান থেকে মাহমুদউল্লাহ ও মিরাজ টেনে তুললেন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তাদের লড়াকু জুটিতে বাংলাদেশ পেলো ৭ উইকেটে ২৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। মিরাজ পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

মাহমুদউল্লাহর হাফসেঞ্চুরিটি ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম। সপ্তম উইকেটে তারা ১৬৫ বলে গড়েন ১৪৮ রানের জুটি। যে কোনো উইকেটে যেটি কিনা ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড।

মিরাজ পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মাহমুদউল্লাহর হাফসেঞ্চুরিটি ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম। সপ্তম উইকেটে তারা ১৬৫ বলে গড়েন ১৪৮ রানের জুটি। যে কোনো উইকেটে যেটি কিনা ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড।

এর আগে সাকিব আল হাসানের পরপরই সাজঘরে ওয়াশিংসটন সুন্দরের অফ স্ট্যাম্পের বাইরের বলে বোল্ড আউট হয়ে শূন্য রানেই ফিরেন আফিফ। আর শিখর ধাওয়ানের কাছে লেগে স্লিপে ক্যাচে দিয়ে মাঠ ছাড়েন মুশফিক। পরে রিভিউ নিলেও তা সহায় হয়নি মুশফিকের।

৩৫ বলে ২১ রান করে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। আউট হওয়ার আগে দারুণ নৈপুণ্য সাজানো তিনটি চার উপহার দেন তিন নম্বরে নামা এই টাইগার ব্যাটার। ভারতীয় পেসার উমরান মালিকের ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতির কাছে পরাস্ত হন শান্ত। শান্তর পর এক চারে ২০ বলে ৮ রান করে ফেরেন সাকিব আল হাসান।

ওপেনার আনামুল হক বিজয়ের পর পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরে যান টাইগার অধিনায়ক লিটন দাস। দলীয় ৩৯ রানে সিরাজের ইনসুইঙ্গার লেন্থে করা বলে বোল্ড আউট হয়ে ফিরে যান লিটন। লিটন বলটিকে ব্যাট-প্যাড ফাঁকা রেখে সোজা খেলার চেষ্টা করছিলেন। তবে বলের গতির কাছে হার মানেন লিটন। ২৩ বলে এক চারে ৭ রান করে ফেরেন তিনি।

বোলিংয়ে ভারতের পক্ষে ৩ উইকেট পান ওয়াশিংটন সুন্দর। এ ছাড়া মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক দুটি করে উইকেট লাভ করেন।

 

আমাদের কাগজ//টিএ