আইন ও আদালত ১৫ ডিসেম্বর, ২০২২ ০১:১২

ফারদিনের মৃত্যুর বিষয়ে জানতে ডিবিতে তার সহপাঠিরা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এ দাবি মানতে নারাজ বুয়েট শিক্ষার্থীরা। 

আজ সকাল সোয়া ১১টায় শিক্ষার্থীদের ৮ থেকে ১০ জনের প্রতিনিধিদল রাজধানীর মিন্টোরোডের ডিবি কার্যালয়ে পৌঁছান।

শিক্ষার্থীরা জানান, ফারদিন আত্মহত্যা করেছে বলে জানান ডিবি, যা তারা বিশ্বাস করতে ও মানতে পারছে না। ফারদিন যে আত্মহত্যা করেছে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ ও তদন্ত সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাতে তাদের ডেকেছে ডিবি।

এর আগে গতকাল (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করেছে ডিবি। সংবাদ ব্রিফিংয়ে ফারদিনের ‘আত্মহত্যা’র পেছনের কিছু কারণের কথাও উল্লেখ করেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হতাশা ও টাকার সংকটে পড়ে নদীতে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

আমাদের কাগজ/এম টি