অর্থ ও বাণিজ্য ১৯ ডিসেম্বর, ২০২২ ১২:২৫

১৬ দিনে রেকর্ড হরে রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ প্রবাসীদের নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার পরেও বাড়ছে না রেমিট্যান্স প্রবাহ। চলতি ডিসেম্বরের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার। যা গড়ে প্রতিদিন ৫ দশমিক ৮৮ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধ‌রে) এর পরিমাণ ১০ হাজার ৬৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তবে বিভিন্ন ধরনের ছাড় ও নানা সুবিধা দেওয়ার পরও আশানুরূপভাবে বাড়ছে না রেমিট্যান্স প্রবাহ। রবিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে এই রেমিট্যান্স কিছুটা বেশি। অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। এ হিসাবে নভেম্বর মাস বা ডিসেম্বর ১৬ দিনের রেমিট্যান্স বেশি না হলেও কিছুটা ইতিবাচক আছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ডিসেম্বরের প্রথম ১৬ দিনে সরকারি খাতের ব্যাংকের তুলনায় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। মোট রেমিট্যান্সের মধ্যে বেসরকারি খাতের ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭৬ কোটি ৭৮ লাখ ডলার।

অন্যদিকে, রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪ কোটি ৬৪ লাখ ডলার। এছাড়াও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ মার্কিন ডলার এবং বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে ২ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। তবে এই সময়ে সাত ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। ব্যাংকগুলো হলো— বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি খা‌তের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, উরি ব্যাংক এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

রেমিট্যান্স প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বলছে এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বর শেষে রেমিট্যান্স আসতে পারে ১৭৬ কোটি মার্কিন ডলার।


আমাদের কাগজ/এম টি