বিনোদন ২১ ডিসেম্বর, ২০২২ ০৯:৫৯

‘শাহরুখকে খুঁজছি, পেলেই জীবন্ত পুড়িয়ে মারব’

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ‘পাঠান’ ঘিরে সমালোচনা যেন থামছেই না। দীর্ঘ চার বছরের লম্বা বিরতি কাটিয়ে পাঠানের হাত ধরে বলিউডের বিগেস্ট কাতারে কামব্যাক হতে চলেছে শাহরুখ খানের। আগামী ২৫ জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন চমক ‘পাঠান’। এতে কিং খানের সঙ্গী হয়েছেন বলিউডের গ্ল্যামারাস নায়িকা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সিনেমাটির ‘বেশরম রং’ শিরোনামের গানটি প্রকাশ্যে এসেছে। এতেই বিপত্তি, গানটি ঘিরে বিতর্ক থামছেই না। বিশেষ করে দীপিকার পোশাকে গেরুয়া রং ব্যবহারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়েছে। এবার এর প্রতিবাদে নেমেছেন অযোধ্যার সাধুরা। 

সেই সাধুদের একজন পরমহংস আচার্য বলেন, ‘আমি শাহরুখ খানকে খুঁজছি। যেদিন পাবো, সেদিনই ওই জিহাদিকে জীবন্ত পুড়িয়ে দেব।’

তিনি আরও বলেন, ‘আমাদের (অযোধ্যার সাধু) আগে যদি কোনও হিন্দু শাহরুখ খানকে পুড়িয়ে ফেলে, আমি নিজেই তার মামলা লড়ব এবং তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করব।’

তার ভাষ্যমতে, ‘পাঠান’-এ গেরুয়া রঙের অপমান করা হয়েছে। কৌশলে হিন্দুদের অনুভূতিতে আঘাত করাটা একটি ব্যবসায় পরিণত করেছে।

প্রসঙ্গত এর আগে একই দাবিতে সরব রাজ্যেরই মুসলিম সংগঠন। দ্য উলেমা বোর্ড মধ্যপ্রদেশে পাঠান মুক্তির বিরোধিতা করেছে। ওই রাজ্যে কোনোভাবেই ‘পাঠান’ মুক্তি দেওয়া যাবে না বলে সরব হয়েছে মুসলিম সংগঠনটি। 

পরমহংস আচার্য বলেন, ‘গেরুয়া ছাড়া কারও অস্তিত্ব নেই। গেরুয়া শান্তির প্রতীক, সনাতন ধর্মের অনুসারীরা এই রং নিয়ে গর্বিত। তাই এই রঙের অপমান সহ্য করা হবে না। কেউ অপমান করলে প্রতিশোধ নেওয়া হবে।’

শাহরুখ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাহরুখ খানের ধর্ম ইসলাম। আজ পর্যন্ত তিনি নিজের ধর্ম নিয়ে কোনও ওয়েব সিরিজ বা সিনেমা করেননি। শাহরুখ নিজের ধর্ম নিয়ে সিনেমা করতে গেলে, তাকে টুকরো করে কেটে ফেলা হবে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

আমাদের কাগজ/এম টি