আবহাওয়া ২৩ ডিসেম্বর, ২০২২ ০৪:৪৯

এবার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড নওগাঁয়

নওগাঁ প্রতিনিধি: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তর সীমান্তবর্তী জেলা নওগাঁয়। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন।

নওগাঁ বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম জানান, আজ সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সূর্যের আলো। তিনি আরও বলেন, আবহাওয়া ধীরে ধীরে নিম্নগামী হতে পারে।

জেলার মান্দা উপজেলার কৃষক শহিদুল ইসলাম বলেন, হঠাৎ এমন ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন অবস্থায় মাঠে কাজ করতে সমস্যা হচ্ছে। অন্য দিনের তুলনায় আজ মাঠে কৃষকের সংখ্যা অনেক কম। এছাড়া শীতের কারণে কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না। ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে আসা ঠাণ্ডা বাতাসে মানুষের দুর্ভোগ বেড়েছে।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানান, শীতের প্রভাব বৃদ্ধি পাওয়ায় জেলার ১১টি উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন।

আমাদেরকাগজ/এইচএম