লাইফ স্টাইল ২০ সেপ্টেম্বর, ২০১৯ ১১:০০

টাক মাথার ব্যক্তিদের বেশি পুরুষালি মনে করে নারীরা বলছে গবেষণা

ডেস্ক রিপোর্ট ।।

মাথাভর্তি ঘন চুল কার না ভালো লাগে। কিন্তু জিনগত, অসুস্থতা বা অন্য কারণে অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। অল্প বয়সেই মাথায় টাক পড়ার চিন্তায় রাতের ঘুম উড়ে যায়। মাথায় টাক থাকা ব্যক্তিরাও কেউ কেউ আত্মবিশ্বাসের অভাব বোধ করেন। কিন্তু তাদের দুশ্চিন্তা করা একেবারেই ভিত্তিহীন, এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক সমীক্ষা।

ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার এক দল বিজ্ঞানী একটি সমীক্ষা করেন। বিজ্ঞানী অ্যালবার্ট ই ম্যানস এই সমীক্ষার নেতৃত্ব দেন। সেখানে মাথায় টাক থাকা ব্যক্তিদের নিয়ে সমাজ কী ভাবে সে বিষয়ে জানার চেষ্টা করা হয়।

সমীক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ২০,০০০ ব্যক্তি অংশ নেন। অংশগ্রহণকারীদের মাথায় টাক থাকা ব্যক্তির বেশ কয়েকটি ছবি দেখানো হয়। এর মধ্যে একই ব্যক্তিক চুলসহ ও পরে চুল না থাকা অবস্থার ছবি দেখানো হয়।

দেখা যায়, মাথায় চুল না থাকা ছবিই বেশি পছন্দ করছেন পুরুষ ও মহিলারা। চুল না থাকা ব্যক্তিদের বেশি পুরুষালি বলে মনে করেছেন মহিলারা। অন্যদিকে, বেশিরভাগ ব্যক্তি মাথায় টাক থাকা ব্যক্তিদের বেশি বুদ্ধিমান ও পরিশ্রমী বলে মনে করেছেন।

তবে আংশিক টাক থাকা ব্যক্তিদের বিষয়ে নেতিবাচক মনোভাবই পোষণ করেছেন বেশিরভাগ ব্যক্তি। তাই বিজ্ঞানীদের বক্তব্য, অনেকটা টাক পড়লে সম্পূর্ণ চুল কেটে ফেলাই ভালো। তাছাড়া মাথায় চুল না থাকলে দাড়িও রাখা যেতে পারে বলে মনে করছেন তারা।