অর্থ ও বাণিজ্য ২৫ ডিসেম্বর, ২০২২ ০৭:২৪

বাণিজ্য মেলা শুরু হচ্ছে যেদিন

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা সম্ভব হয়নি। তবে এ বছরের ১ জানুয়ারি মেলার আয়োজন করা হচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় এটি হবে ২৭তম বাণিজ্য মেলা। আর দ্বিতীয়টি পূর্বাচলে বঙ্গবন্ধু প্রদর্শনী কেন্দ্রে। ২০২২ সাল থেকে পূর্বাচলের স্থায়ী কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মেলা শুরু হয়।

এর আগে রোজধানীর শেরেবাংলা নগরে একটি অস্থায়ী কেন্দ্রে সব মেলা অনুষ্ঠিত হতো। চীনের অর্থায়নে একটি স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্র নির্মাণের পর প্রতি বছর এখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

করোনা মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা সম্ভব হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি মেলার আয়োজন করা হয়।

আমাদেরকাগজ/এইচএম