বিনোদন ১ জানুয়ারি, ২০২৩ ০৭:৫০

রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ পরীমণির

বিনোদন প্রতিবেদক: রাজ-পরীমনির বিচ্ছেদ নিয়ে দুই দিন ধরে চলছে নানা জল্পনা-কল্পনা। গত শুক্রবার মধ্যরাতে পরীমণি তার ফেসবুক স্ট্যাটাসে স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দেন। গণমাধ্যমে এ বিষয়ে মুখ না খুললেও রোববার ভোরে ফেসবুকে রক্তমাখা বিছানার দুটি ছবি পোস্ট করেন তিনি। সোমবার সংবাদ সম্মেলন করারও ঘোষণা দেন তিনি।

কিন্তু বিকেলে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত থেকে সরে আসার কথা পরোক্ষভাবে জানান পরীমণি। স্ট্যাটাসে তিনি লেখেন,‘রাজ এখন শুধু আমার প্রাক্তন’ই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি।’ রাজের হাতে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও করেন পরীমণি।

পরীমণি লেখেন, ‘একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা, তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন শতকোটিবার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নিই, এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সুত্র হয়ে দাঁড়াল।’

শারীরিক নির্যাতনের অভিযোগ করে পরীমণি লেখেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি, আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিল শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলার পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়।

রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্য পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম।’

আমাদেরকাগজ/এইচএম