ধর্ম ও জীবন ১৫ জানুয়ারি, ২০২৩ ০৯:১৮

ফজর নামাজের পর বয়ানে ইজতেমার তৃতীয় দিন শুরু 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ টঙ্গীর তুরাগতীরে গত শুক্রবার থেকে গণজামায়েতের মধ্যে দিয়ে শুরু হয়েছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। কনকনে শীত উপেক্ষা করে লাখো মুসল্লির পদভারে পরিপূর্ণ হয়ে উঠেছে ইজতেমা ময়দান। ফজরের পর বয়নের মাধ্যমে শুরু হয়েছে প্রথম পর্বের তৃতীয় দিন। দেশ-বিদেশের লাখ লাখ মুসুল্লির আগমনে মুখর ইজতেমার মাঠ ও আশপাশ।

আজ (রোববার) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইলের সুরা সদস্য মোহাম্মদ জোবায়ের।

সরজমিনে গিয়ে দেখা যায়, আখেরি মোনাজাত উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। শীত উপেক্ষা করে লাখো মানুষ বিশ্ব ইজতেমার ময়দানে এক ছাতার নিচে জড়ো হচ্ছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল ৫৬তম বিশ্ব ইজতেমা; কিন্তু এ বছর মাঠে মানুষের চাপে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) যোহরের নামাজের পরই মূল কার্যক্রম শুরু করেন তাবলীগ জামাতের মুরুব্বিরা।

এবারের ইজতেমায় ৮ হাজারের মতো বিদেশি মেহমান অংশ নিচ্ছেন। অতিমারি করোনাভাইরাসের (কোভিড-১৯) বিধিনিষেধ থাকায় গত দুবছর অনুষ্ঠিত হয়নি বিশ্ব ইজতেমা। সেজন্য এবার প্রথম পর্বেই তুরাগ তীরে মানুষের ঢল। 

রোববার ফজর নামাজের পর থেকে শুরু হয় তৃতীয় দিনের বয়ান। বয়ান শুরু করেন ভারত থেকে আগত মাওলানা আবদুর রহমান। তার বয়ানের পরই হেদায়েতি বয়ান হওয়ার কথা রয়েছে। হেদায়েতি বয়ান শেষ হলে শুরু হবে আখেরি মোনাজাত। হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইলের সুরাসদস্য কারি মোহাম্মদ জোবায়ের।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পক্ষের (জোবায়ের অনুসারী) আয়োজনে এবারের ইজতেমা। চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পক্ষের (সা’দ অনুসারী) বিশ্ব ইজতেমার আয়োজন।

এদিকে, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে আখেরি মোনাজাত পর্যন্ত এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, আখেরি মোনাজাতে দূর-দূরান্ত থেকে অনেক লোক শরিক হবেন। সেজন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। এ জন্য শনিবার রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে।

এ সময় যানবাহন চলাচলে বাইপাস সড়ক ব্যবহার করতে হবে। সড়কগুলো হলো, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত, কামারপাড়া রোড, আশুলিয়ায় রোডের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত।

ধারণা করা হচ্ছে, মোনাজাতে প্রায় ৩০ লাখ মানুষ অংশ নিতে পারেন। আর বিশ্ব তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলেও আশা করা হচ্ছে।

আমাদের কাগজ/এমটি