আবহাওয়া ১৬ জানুয়ারি, ২০২৩ ০৪:২০

কুয়াশায় জবুথুবু জনপথ, বাড়তে পারে শীত 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,আবহাওয়া ডেস্কঃ রাজধানীসহ সারা দেশে শীতে আর কুয়াশায় জবুথুবু মানুষ। জানুয়ারির প্রথম সপ্তাহের  কনকনে শীতের তুলনায় গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা সামান্য কিছুটা বাড়লেও অনেক স্থানে এখনও মাঘের হাড়কাঁপানো শীত।

এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর বলছে, আবার শীত বাড়তে পারে। দেশের বেশির ভাগ এলাকায় রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে, এ ধারা আরও কয়েক দিন থাকতে পারে।সোমবার (১৬ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর তাদের ৬০টির বেশি স্টেশন থেকে পাওয়া তাপমাত্রার তথ্য তুলে ধরে। ৬০টির বেশি স্টেশনের মধ্যে ৬টি স্টেশনে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। অপরিবর্তিত রয়েছে আটটি স্টেশনে। বাকি স্টেশনগুলোয় তাপমাত্রা কমেছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, “দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। আবার সর্বোচ্চ তাপমাত্রাও বেড়েছে। তবে গড়ে বেশির ভাগ স্টেশনে তাপমাত্রা কমে গেছে। গত ২৪ ঘণ্টায় গড়ে ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। তাই ধীরে ধীরে শীত আরও বাড়বে। আবার সেই সঙ্গে শৈত্যপ্রবাহের এলাকারও বিস্তৃতি ঘটবে।”

সোমবার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তুলে ধরা হয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

আমাদের কাগজ/ এমটি