বিনোদন ১৬ জানুয়ারি, ২০২৩ ০৭:১০

‘আরআরআর’ জিতল ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড

বিনোদন ডেস্ক: দেশীয় বক্স অফিস কাঁপিয়ে এবার বিদেশের মাটিতে বিজয় নিশান উড়াচ্ছে ছবিটি। গোল্ডেন গ্লোব জয়ের পর এবার জিতল ২৮তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে আরও দুটি পুরস্কার।

রাম চরণ এবং জুনিয়র এনটিআরের ডান্স নম্বর ‘নাটু নাটু’ পেল সেরা গানের সম্মান। সঙ্গে বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতে নিয়েছে ছবিটি। রবিবার (সোমবার ভারতে) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠানটি হয়েছিল।

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে বলা হয়েছে, ‘আরআরআর সিনেমার সকল অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের অভিনন্দন। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডের বিজয়ী।’

টিম ‘আরআরআর’ তাদের টুইটার অ্যাকাউন্টে এই খবর জানিয়েছে এবং একটি ভিডিও শেয়ার করেছে। ক্যাপশনে তারা লিখেছে, ‘নাটু নাটু আবার! সেরা গানের জন্য ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে।’

ভিডিওটিতে ‘নাটু নাটু’ সুরকার এম এম কিরাবাণীকে বলতে শোনা গিয়েছে, ‘আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমি এই পুরস্কারটি পেয়ে অভিভূত। আমি এখানে ক্রিটিকদের দেওয়া এই দুর্দান্ত পুরস্কারটি গ্রহণ করতে এসেছি। আমার কোরিওগ্রাফার, গীতিকার, গায়ক, প্রোগ্রামার এবং অবশ্যই আমার পরিচালকের পক্ষ থেকে সমস্ত ক্রিটিকদের ধন্যবাদ।’

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ মার্চ মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। ছবিটি বিশ্বব্যাপী ১,২০০ কোটি রুপির ব্যবসা করেছে। এবারের অস্কারে সেরার দৌড়ে আছে সিনেমাটি। এতে রাম চরণ, জুনিয়র এনটিআর ছাড়াও বলিউড থেকে অভিনয় করেছে অজয় দেবগন ও আলিয়া ভাট।

আমাদের কাগজ//জেডআই