আবহাওয়া ২০ জানুয়ারি, ২০২৩ ১১:০৬

কাঁপছে শ্রীমঙ্গল, তাপমাত্রা ৫.৬

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে বেশ কয়েকদিন ধরে বইছে শৈত্যপ্রবাহ। ভোর থেকে সকাল পর্যন্ত থাকছে ঘন কুয়াশা। দুপুরে উত্তাপহীন সূর্যের দেখা মিললেও বিকেলের আগেই তা ঢাকা পড়ছে কুয়াশার চাদরে, সঙ্গে হিমেল হাওয়া। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া, এমন বিরূপ আবহাওয়ায় নাকাল জনজীবন।

এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

শুক্রবার  (২০ জানুয়ারি) জেলার শ্রীমঙ্গলে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। গতকাল ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, গত কয়েকদিন ধরেই কুয়াশায় ঢেকে আছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কিছুটা বাড়ে।

তবে বিকেল থেকে আবার ঠান্ডা জেঁকে বসে। সন্ধ্যা এবং রাতে সেই ঠান্ডা তীব্রতা ছড়ায়। জেলায় কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত।

এদিকে এ বৈরি আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে-খাওয়া মানুষ। শীতের তীব্রতায় জবুথবু জনজীবন।

এদিকে জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, ইতোমধ্যে জেলার ৬৭ ইউনিয়ন ও পাঁচ পৌরসভায় ৩৫ হাজার ২৮০টি কম্বল পাঠানো হয়েছে। প্রতি উপজাত ২ লাখ করে টাকা পাঠানো হয়েছে, শীতবস্ত্র কিনে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করার জন্য। এছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আরো কম্বলের চাহিদা দেওয়া হয়েছে। সেগুলো পেলে বিতরণ করা হবে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, ‌তীব্র শীতে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে হাওর চা বাগানসহ সর্বত্র জেলা প্রশাসনের কম্বল বিতরণ অব্যাহত থাকবে।


আমাদের কাগজ/এমটি