?????? ২২ জানুয়ারি, ২০২৩ ০৭:৩৯

জবিতে ক্লাস শুরু, ফাঁকা রয়েছে ১৯২ আসন 

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে ১৯২টি আসন খালি রেখে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ক্লাস শুরু হয়েছে।

রোববার নবম মেধা তালিকা প্রকাশ করে শিক্ষার্থী না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান অনুষদে ১৬৯টি, কলা অনুষদে ২১টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ২টি আসন রেখে নবম মেধা তালিকা প্রকাশ করা হয়। এসব অনুষদের ডিনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ায় একের পর এক মেধা তালিকা প্রকাশের পরও আসন পূরণ করা সম্ভব হচ্ছে না।

আমাদেরকাগজ/এইচএম