খেলাধুলা ২৯ জানুয়ারি, ২০২৩ ১২:৫৯

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

কে জিতবে প্রথম শিরোপা, ভারত নাকি ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে নারীদের টি-টোয়েন্টি ফরম্যাটের বয়সভিত্তিক বিশ্বকাপ। প্রথমবার শিরোপা জেতার হাতছানিতে রোববার, ২৯ জানুয়ারি মাঠে নামবে টুর্নামেন্টের দুই ফেভারিট দল ভারত এবং ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়াস পার্ক বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে মাঠে নামবে দুই দল।

১৪ জানুয়ারিতে শুরু হয় নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। মোট ১৬টি দলকে চারটি ভিন্ন গ্রুপে ভাগ করে টুর্নামেন্ট চালু হয়। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিয়ে বিশ্বকাপের উদ্বোধন করে বাংলাদেশের নারীরা।

বিশ্বকাপে ফাইনালে ওঠা ইংল্যান্ডের নারী দল ছিল গ্রুপ ‘বি’ তে। অন্যদিকে আরেক ফাইনালিস্ট ভারতীয় নারী দল ছিল গ্রুপ ‘ডি’ তে। দুই দলই নিজেদের গ্রুপ পর্বে আধিপত্য দেখিয়ে টানা তিনটি করে ম্যাচ জিতেই সুপার সিক্স পর্বে জায়গা করে নিয়েছে।

ইংল্যান্ড গ্রুপ পর্বে হারিয়েছে জিম্বাবুয়ে, পাকিস্তান এবং রুয়ান্ডাকে। ভারত নিজেদের গ্রুপ পর্বে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত এবং স্কটল্যান্ডকে। সুপার সিক্স পর্বে ইংল্যান্ড জায়গা করে নিয়েছিল গ্রুপ ‘১’-এ। বিপরীতে ভারত ছিল গ্রুপ ‘২’-এ।

সুপার সিক্স পর্বেও ইংলিশ নারী ক্রিকেটাররা নিজেদের আধিপত্য ধরে রাখে। সুপার সিক্স পর্বে ইংল্যান্ড আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়েই দেয়। এরমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তোলে আসরের সর্বোচ্চ ২০৭ রান। সে ম্যাচে ইংলিশরা জেতে ১২১ রানে। পরের ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৭৯ রান করে ৯৫ রানের ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড।

অপরাজিত থেকেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। সেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে অজি নারীদের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচ খেলে দলটি। আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় ইংলিশরা। মাত্র ১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত মাত্র ৩ রানের ব্যবধানে অজিদের বিপক্ষে জিতে ফাইনালে জায়গা করে নেয় ইংলিশরা।

সুপার সিক্স পর্বে এসে খেই হারায় ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় দলটি। ফলে সেমিফাইনালে যাওয়াটাই ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে রান রেট বাড়িয়ে রাখার সুবাদে অবশেষে কোনো বিপত্তি ছাড়াই শেষ চারে ওঠে ভারত। সেমিফাইনালে অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে কোনো অসুবিধাই হয়নি ভারতের। কিউইদের ৮ উইকেট হারিয়ে শিরোপার লড়াইয়ে এগিয়ে যায় দলটি।

আমাদেরকাগজ/ এইচকে