ধর্ম ও জীবন ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৩:২৭

৭ মার্চ পবিত্র শবে বরাত  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ফিরে আসছে মুসলমানদের অতি প্রতীক্ষিত পবিত্র শবে বরাতের রাত। যে দিনটির জন্য সারা-বছর অপেক্ষা করতে হয়। খুব তাড়াতাড়ি সেই অপেক্ষার অবসান ঘটবে বলে জানা গিয়েছে। দেশের আকাশে আজ শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ মার্চ মঙ্গলবার দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। 

গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। পরে প্রতিমন্ত্রীর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম।

পবিত্র শবে বরাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা। 

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি থেকে শাবান মাস গণনা শুরু হবে।   


আমাদের কাগজ/এমটি