অর্থ ও বাণিজ্য ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:০৭

টমেটোর কেজি ৫ টাকা, তবুও ক্রেতা নেই 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ টমেটোর কেজি ৫ টাকা,তবু ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা। চাহিদা কমে যাওয়ায় টমেটো বিক্রি করতে পারছেন না চাষিরা। সম্প্রতি  চাহিদা কমে যাওয়া এমনি লোকসান গুনছেন সিলেটের টুকের বাজারে টমেটো বিক্রেতারা। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টুকের বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। 

প্রতিদিন ভোরে সিলেটের টুকের বাজারে বসে সবজির হাট। এ হাটে বিক্রির জন্য সিলেট শহরতলিতে উৎপাদিত টাটকা সবজি নিয়ে আসেন চাষিরা। তবে বেচা-বিক্রি না থাকায় মাথায় হাত অনেকের-ই। 

একইভাবে এ বাজারে ফুলকপি ৮ টাকা, শিম ১৫ টাকা, বাঁধাকপি ৭ টাকা, বেগুন ১৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। বাজারে চাহিদা কমে যাওয়া লোকসান গুনছেন চাষিরা। এমনটিই বলছেন সংশ্লিষ্টরা।

এদিকে,সিলেট ও সুনামগঞ্জের পাইকারি বিক্রেতারা এখান থেকেই সবজি সংগ্রহ করেন।

ক্রেতা শরীফ উদ্দিন বলেন, আমি শহর থেকে সবজি কিনতে এখানে সপ্তাহে দু-দিন আসি। এই বাজাতে ভালো সবজি এবং দামে কম পাওয়া যায়। আজকে মাত্র পাঁচ টাকা কেজিতে টমেটো কিনেছি। শহরে এক কেজি টমেটো কিনতে অন্তত ২৫ থেকে ৩০ টাকা লাগে। সেইখানে এখানে খুব কম দামেই মিলছে টাটকা সবজি ও টমেটো। 

সবজি সংগ্রহ করতে আসা পাইকারি বিক্রেতারা বলছেন, এবার সবজির উৎপাদন অনেক বেশি হওয়ায় বাজারে দাম কম। তবে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক।

শহরে নিয়ে বিক্রির জন্য সবজি কিনতে এসেছেন ব্যবসায়ী আরাফাত।

তিনি বলেন, বাজারে সবজির দাম খুবই কম। তবে আমাদের যেমন দামে কেনা তেমন দামেই বিক্রি করতে হয়। দাম একটু বেশি হলে কৃষক সবজি চাষে আগ্রহী হবে।

দাম পড়ে যাওয়ার কারণ জানতে চাইলে অনেকে দাবী জানিয়ে বলেন, সারাবছর বেশ ভালো ব্যাবসা করে গেলেও বছরের এ সময়টাতে এখানে সবজির দামটা একটু কম থাকে। আবার হয়ত আসন্ন রমজানে ভালো দাম পাবে বলে আশাবাদী এখানকার চাষি ও ব্যাবসায়ীরা। 

আমাদের কাগজ/এমটি