আবহাওয়া ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:২৫

ভূমিকম্পে কেপে উঠল কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্পে কেপে উঠল। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার, ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন আবহাওয়া অধিদফতর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, বিকেলে মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।

এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর ভবনে থাকা মানুষ রাস্তায় নেমে আসেন। তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আমাদেরকাগজ / এইচকে