আইন ও আদালত ৯ মার্চ, ২০২৩ ০২:৩৬

ছিনতাইয়ের ঘটনা আগে থেকেই পরিকল্পিত: তদন্ত কর্মকর্তা

ইন্টারনেট

ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর মিরপুরের ডিওএইচএসে মানিপ্লান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির লোকদের মারধোর করে সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা আগে থেকেই পূর্বপরিকল্পিত বলে দাবী করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

তদন্ত কর্মকর্তারা জানান,বেশ কিছুদিন ধরেই ছিনতাইকারী দল বা গোষ্ঠী সিকিউরিটি কোম্পানির লোকদের অনুসরণ করে করছিলেন। সুযোগ খুঁজছিল বৃহস্পতিবার (৯ মার্চ) সুযোগ বুঝে কোম্পানির লোকদের মারধর করে। ৪টি বক্সে থাকা সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নেয়। ডিবি জানায়, ঘটনার আট'ঘন্টা পরে প্রযুক্তির  সাহায্যে উত্তরা এলাকা থেকে ও  সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সোর্স ব্যাবহার করে ঘটনার সাথে জড়িত থাকা ৭ জনকে আটক করেছে। ডিবি জানায়, এত গুলো টাকা ছিনতাইয়ের ঘটনায় কয়েকজনের নাম পাওয়া গেছে। আটকদের বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া টাকা নিয়ে যাওয়ার সময় কোন রকম অস্ত্র সঙ্গে ছিল কিনা সে বিষয় তদন্ত করা হচ্ছে। 

জানতে চাইলে বিএনপি'র উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোরশেদ আলম জানান, ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িতে ১০ থেকে ১২ জন ছিলেন বলে ভুক্তভোগীরা  জানিয়েছেন। তাদের হাতে কোন অস্ত্র ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ছিনতাইয়ের সময় দুষ্কৃতীরা ডিবি পরিচয়ে এ কাজ করেছেন বলে জানা গেছে। 

 

​​​​(এমটি) # আমাদের কাগজ/ঢাকা ​​​​