ধর্ম ও জীবন ১১ মার্চ, ২০২৩ ১২:২১

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ শবে বরাতের পর কবে থেকে রোজা শুরু হবে তা নিয়ে মুসলমানদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আরব বিশ্বে যেদিন রোজা শুরু হবে পরের দিন থেকে বাংলাদেশেও রোজা শুরু হবে এটাই সবাই জেনে আসছে। আরব দেশগুলো ইতোমধ্যে কবে থেকে রোজা শুরু হতে পারে তার সম্ভব্য তারিখ ঘোষণা করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ অথবা ২৪ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। এদিকে,২৪ মার্চ রমজান মাস শুরুর তারিখ ধরে সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার (ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার-আইএসি) বরাত দিয়ে বৃহস্পতিবার (৯ মার্চ) এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।

তাদের ভাষ্যমতে আরব দেশগুলোতে পবিত্র মাহে রমজান শুরু হবে আগামী ২৩ মার্চ থেকে। সে অনুযায়ী বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে ২৪ মার্চ থেকে রোজা শুরু হওয়ার কথা তারা জানিয়েছেন। তবে এসব নির্ভর করবে চাঁদ দেখার উপর। এদিকে ২৪ মার্চ প্রথম রোজা ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে রোজার প্রথম দিন নির্ধারণ হবে।

শুক্রবার (২৪ মার্চ) ১৪৪৪ হিজরির প্রথম রমজান হলে ঢাকায় সেহরির শেষ সময় হবে ৪টা ৩৯ মিনিটে। ওই দিন ফজরের ওয়াক্ত শুরু হবে ৪টা ৪৫ মিনিটে। ইফতারের সময় শুরু হবে ৬টা ১৪ মিনিটে। বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রোজা হলে ২২ এপ্রিল হবে ৩০ রমজান। ওই দিন সেহরির শেষ সময় ৪টা ৭ মিনিট। ফজরের ওয়াক্ত শুরু হবে ৪টা ১৩ মিনিটে। আর ইফতার শুরু হবে ৬টা ২৭ মিনিটে।

এতে বলা হয়, সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। ফজরের ওয়াক্ত শুরু সুবহে সাদিকের তিন মিনিট পর ধরা হয়েছে। এ কারণে সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। এতে আরও বলা হয়, সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

 আমাদের কাগজ/এমটি