বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১১ মার্চ, ২০২৩ ০১:৫৭

কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি মেটা। ব্যয় সংকোচনের কারণেই এবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে এই প্রতিষ্ঠানটি। এতে চাকরি যেতে পারে আরও কয়েক হাজার কর্মীর। আর্থিক ক্ষতির মুখে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে জড়িত একটি সূত্র। 

জানা যায়, এবারের ছাঁটাই মূলত ব্যয় সংকোচনের কারণেই। তবে এ বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।  

সূত্রটি জানিয়েছে, মেটার বিজ্ঞাপন আয়ে মন্দা দেখা দিয়েছে, ফলে সেখান থেকে পর্যাপ্ত অর্থ আসছে না। তাই প্রতিষ্ঠানটির শীর্ষ পরিচালনা পর্ষদ পরিচালক এবং ভাইস প্রেসিডেন্ট পদে যারা আছেন তাদের তালিকা করার নির্দেশ দিয়েছে। যেখান থেকেই বড় একটি অংশ ছাঁটাই করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এর আগে গত বছরের নভেম্বরে মোট কর্মীর ১৩ শতাংশ ছাঁটাই করেছে। সে সময় মোট ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। 

অপর একটি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে কাজ চলছে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তার তৃতীয় সন্তানের জন্ম উপলক্ষে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই এ ছাঁটাইয়ের ঘোষণা আসবে।

 আমাদের কাগজ/এমটি