ধর্ম ও জীবন ১৪ মার্চ, ২০২৩ ০৫:৩৭

পৌনে ৭ লাখ টাকার হজ প্যাকেজ অমানবিক: হাইকোর্ট

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ হজের প্যাকেজ ঘোষণাকে অমানবিক বলে উল্লেখ করেছে হাইকোর্ট। উচ্চমূল্যের এই প্যাকেজের সঙ্গে জড়িতরা গুনাহর ভাগিদার হবেন বলেও মন্তব্য করেছে আদালত। হজের খরচ কমানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানির সময় মঙ্গলবার এসব মন্তব্য করেছে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ। এর আগে,হজের প্যাকেজ মূল্য সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণ করতে ৬ মার্চ সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। 

সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে সরকার। একইসঙ্গে আদালত বলেছে, বিমানের লোকসানের দায় হজযাত্রীদের ‌ওপর চাপাতে পারে না সরকার।

রিট শুনানিকালে আদালত বলে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার হজ ফান্ড আছে। বাংলাদেশ ও ইন্ডিয়ার ফান্ড কম। একমাত্র বঙ্গবন্ধু এ বিষয়ে চিন্তা করেছিলেন। তারপর এ বিষয়ে আর কেউ চিন্তা করেনি।

সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাইরে অন্য যেকোনো এয়ারলাইন্সের টিকিট কেনার সুবিধা না থাকার বিষয়ে আদালত বলে, এখানে ব্যবসা করার চেষ্টা করা হচ্ছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মো. মহসীন, অ্যাডভোকেট আশরাফ-উজ জামান খান, অ্যাডভোকেট আহসান উল্লাহসহ বেশ কয়েকজন আইনজীবী।

টাকা কমিয়ে পুনরায় প্যাকেজ ঘোষণা করার নির্দেশনা চেয়ে ১২ মার্চ রিট দায়ের করেন হাইকোর্টের আইনজীবী আশরাফ-উজ জামান।

রিটে ধর্ম সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

হজের প্যাকেজ মূল্য সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণ করতে ৬ মার্চ সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান ধর্ম মন্ত্রণালয়কে এই নোটিশ পাঠান।

আগের বছর ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা ছিল। অর্থাৎ আগের বছরের চেয়ে এবার হজের খরচ দেড় লাখ টাকা বাড়ানো হয়েছে।

আমাদের কাগজ/এমটি