বিনোদন ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:১৪

ফেসবুকে গ্রুপ খুলে ইমরানের ব্যতিক্রমী উদ্যোগ

ইমরানের ব্যতিক্রমী উদ্যোগ

ইমরানের ব্যতিক্রমী উদ্যোগ

বরাবরই আমরা বিদেশের অনেককে বিভিন্ন মহৎ কর্ম করতে দেখি ফেসবুক কিংবা ইউটিউবে। অনেকেই সমাজের জন্য অনেক পজিটিভ কাজ করতে চান কিন্তু শেষ পর্যন্ত আর করে উঠা হয়না। বাংলাদেশে এমন পজিটিভ কাজ করার উদ্যোগ অনেকেই নিয়েছে কিন্তু  সাফল্য খুব কম জনই দেখাতে পেরেছে।

সম্প্রতি ফেসবুকে একটি গ্রুপ খোলার মাধ্য দিয়ে তরুন সঙ্গীতশিল্পী ইমরান হোসেন ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছেন যেখানে তিনি সমাজের পজিটিভ বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এই গ্রুপের মাধ্যমে ফান্ড রাইজ করে সমাজের পজিটিভ দিকগুলোতে ব্যবহার করবেন তিনি। আর এই গ্রুপের মাধ্যমে দেশের যে কেউ যত ভালো কাজ করছেন তারা তা এই এখানে তুলে ধরবেন। আবহাওয়া পরিবর্তন হচ্ছে এই বিষয়গুলো নিয়েও এই গ্রুপ কাজ করবে। প্রকৃতকে কিভাবে আরো সুন্দর করা যায় সকলে মিলে এই বিষয়গুলোর উপর কাজ করবে। এটিই মূলত এই গ্রুপের প্রধান লক্ষ।

এই পজিটিভ দিকগুলো নিয়ে কাজ করাকে আরো সহজ করতে ইমরান জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গ্রুপ খুলেছেন, যেখানে যে কেউ তাদের সমাজের জন্য করা ভালো কর্মগুলোকে তুলে ধরতে পারবেন। এবং সমাজের মানুশকে একটি সুন্দর ভবিষ্যৎ দেয়ার লক্ষ্যে কাজ করবে 'আনন্দ আসবেই'।

গ্রুপটির স্ক্রিনশট

এই ব্যপারে ইমরানের সাথে আলাপকালে তিনি জানান, আসলে আগে থেকেই এমনটি উদ্যোগ নিবো ভাবছিলাম, কিন্তু সময়ের কারনে আর হয়ে উঠেনি। এখন যেহুতু গ্রুপটি খুলেছি আশা করছি, দেশের প্রত্যেক অঞ্চল থেকে সকলেই তাদের ভালো কাজগুলোকে এই গ্রুপের মাধ্যমে তুলে ধরবে। এই গ্রুপটি সরাসরি আমি পরিচালনা করছি। আর এই গ্রুপটি হবে দেশের সব থেকে বড় একটি গ্রুপ। 

তিনি আরও বলেন, সব সময় সম্ভব হয়ে উঠে না সকলের সাথে যোগাযোগ করে উঠা, তার জন্য আই মনের গভীর থেকে দুঃখিত। আনন্দ আসবেই। 

দেশের ভিতর থেকে এমন আরো ভালো এবং পজিটিভ উদ্যোগ উঠে আসবে এমনটিই ইমরান ভক্তদের আশা এবং তারা অপেক্ষায় আছে।