বিনোদন ২৮ মার্চ, ২০২৩ ০৫:০৪

বাসায় ফিরেছেন শারমিন আঁখি

বিনোদন ডেস্ক : দীর্ঘ দুই মাস চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অভিনেত্রী শারমিন আঁখি (২৭)। আইসিইউ থেকে সুস্থ হয়ে ফেরায় সৃষ্টিকর্তাসহ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গত জানুয়ারির শেষদিকে ঢাকার মিরপুরে শুটিংয়ের সময় “বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে” দগ্ধ হয়েছিলেন শারমিন আঁখি। দুর্ঘটনার পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন ছিলেন ছোটপর্দার এ অভিনেত্রী।

মঙ্গলবার ২৮ মার্চ বাসায় ফিরেছেন শারমিন আঁখি। অভিনেত্রীর স্বামী নির্মাতা রাহাত কবিরের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ।

রাহাত কবির বলেন, “আল্লাহর রহমতে আগের চেয়ে আঁখি এখন অনেকটা ভালো আছেন। সে এখন বিছানা থেকে উঠতে পারছে, ঠিকমতো খেতে পারছে। অনেকটাই ভালো বোধ করছে। তাই ডাক্তারা বাসায় নেওয়ার জন্য ছুটি দিয়েছে।”

তবে বাসায় ফিরলেও আরও ৬ থেকে ৯ মাস ধরে আঁখির চিকিৎসা চলবে বলে জানান রাহাত কবির। সেই সঙ্গে স্ত্রীর জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

আঁখির স্বামী গণমাধ্যমকে জানান, “মিরপুর ১১ নম্বরে অভিনেতা সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং ছিল। মেকআপ রুম এবং বাথরুম একসঙ্গেই ছিল। দুপুরে চুল ঠিক করতে আঁখি বাথরুমে যান। হেয়ার স্ট্রেইটনার (চুল পরিচর্যার বৈদ্যুতিক যন্ত্র) অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে।”

জানা যায়, বিস্ফোরণের ফলে বাথরুমের দরজা ভেঙে যায়। এরপর আঁখি চিৎকার করে সেখান থেকে বেরিয়ে আসেন। ততক্ষণে তার দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫% দগ্ধ হয়ে যায়। পুলিশের ধারণা ছিল, বাথরুমের মধ্যে কেউ বডি-স্প্রে ব্যবহার করেছিল।

স্প্রের গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে। শারমিন আঁখির বেড়ে ওঠা চট্রগ্রামে। সেখানে মঞ্চনাটকদের দল “অরিন্দম নাট্য সম্প্রদায়” অভিনয়ে হাতেখড়ি। এই দলের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের “কবি” উপন্যাস অবলম্বনে নাটকের বসন্ত চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। তারপর থেকে তার অভিনয়ের দিকে ঝোঁক বাড়ে।

আমাদেরকাগজ/ এইচকে