বিনোদন ২ এপ্রিল, ২০২৩ ০৫:০৬

জায়েদ খানের সদস্যপদ স্থগিত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নিপুণ আর জায়েদ খান বার বার নেটিজেনদের নজরে এসেছে। তবে এবার, চিত্রনায়ক জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে শিল্পীদের ভোটে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু জিতেও শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারেননি জায়েদ। 

এ নিয়ে আদালত পর্যন্ত যেতে হয়েছে তাকে। সাধারণ সম্পাদক পদ নিয়ে মামলা এখনও চলমান। এদিকে বাংলাদেশ চচ্চিত্র শিল্পী সমিতির এক সভায় আজ (২ এপ্রিল) তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়েছে। এর আগে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে কোর্ট-কাচারি থেকে শুরু করে জল ঘোলা কম হয়নি। 

সদস্যপদ নিয়ে আশঙ্কা নিয়ে এর আগে এ বিষয়ে জায়েদ খান বলেন, এখন আমার  বিরুদ্ধে নানা অপকর্ম চালানো হচ্ছে। এর আগে, রুবেল ভাই ও সুচরিতা আপার কার্যনির্বাহী পদ বাতিল করা হয়েছে। এবার আমার পেছনে লেগেছে। জায়েদ আরও বলেন, কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, ৭ এর ক ধারা মোতাবেক আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধারাটি এমন যে সংগঠনের উদ্দেশ্য পরিপন্থী ও বিরোধী কার্যক্রম করলে সদস্যপদ স্থগিত করা হবে। কিন্তু এটা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত। 

তিনি বলেছিলেন,জায়েদ খান দাবি করেন, জোর করে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়া নিপুণের গঠনমূলক সমালোচনা করেছি বলেই আমার সদস্যপদ বাতিলের পায়তারা চলছে। 

আমাদের কাগজ/এমটি