বিনোদন ১০ এপ্রিল, ২০২৩ ০৫:৪৫

মুক্তির আগেই প্রশংসা পেল ‘লোকাল’!

বিনোদন ডেস্ক : ছবি মুক্তির পর ভালো-মন্দ প্রতিক্রিয়া তুলে ধরে দর্শক সমালোচনার মাধ্যমে। অথচ মুক্তির আগেই বেশ প্রশংসা কুড়িয়ে নিলো সাইফ চন্দনের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘লোকাল’। সাম্প্রতিক সময়ে যে বোর্ডের সমালোচনায় মুখর নির্মাতা-শিল্পীরা, এবার সেই বোর্ড সদস্যরাই গালভরা প্রশংসা করলেন বুবলী-আদর অভিনীত ছবিটির। দিলেন বিনা কাটায় মুক্তির ছাড়পত্র।

সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলেন, ‘খুব সুন্দর ছবি বানিয়েছে সাইফ চন্দন। আমি তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এ ধরণের আরও সিনেমা নির্মাণের জন্যে উৎসাহ দিয়েছি। ছবির প্রতিটি শিল্পী অত্যন্ত ভালো করেছে।’ 

আরেক সদস্য দেশের অন্যতম নির্মাতা কাজী হায়াৎ বলেন, ‘বুবলী-আদর খুব ভালো করেছে। মিশা সওদাগরকে দেখলাম ভিন্ন ভাবে। পরিচালক খুব ভালো করেছে। একটি পলিটিক্যাল গল্প কতো সুন্দর ভাবে দেখিয়েছে। দারুণ ছবি হলো।’

নায়িকা বুবলী বলেন, ‘আমাদের অনেক পরিশ্রমের ছবি এটি। দিনশেষে সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যগণ প্রশংসা করেছেন এটা আমাদের অনেক বড় প্রাপ্তি।

‘লোকাল’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। আদর, বুবলী, মিশা সওদাগর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ আরও অনেকে।

নির্মাতা সাইফ চন্দন জানান, ১০ এপ্রিল সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন, সঙ্গে বোর্ড সদস্যদের অনেক প্রশংসা বাণী। তার ইচ্ছা শিগগিরই ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত করতে পারবেন।

টাইগার মিডিয়া প্রযোজিত এই সিনেমার গল্পে তুলে ধরা হবে একটি মফস্বল এলাকার চিত্র। সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। এজন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে।

আমাদেরকাগজ/ এইচকে