শিক্ষা ৩১ জুলাই, ২০১৯ ০৮:২৮

ফিনিক্সের আয়োজনে ‘সড়কে হত্যা প্রতিরোধ দিবস’ পালিত

“শিখা হয়ে জ্বলব বাংলার প্রতিটি প্রদীপে” শ্লোগানকে প্রতিপাদ্য করে ২৯ই জুলাই সোমবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘সড়কে হত্যা প্রতিরোধ দিবস’ পালিত হয়।

নিরাপদ সড়ক আন্দোলনের একবছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘ফিনিক্স-একটি কিশোর পত্রিকা’ । অনুষ্ঠানটি বিকেল ৪টায় শুরু হয়।

ফিনিক্স পত্রিকার প্রকাশক রাকিন আবসার অর্নবের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও সমাজকর্মী শহিদুল আলম, ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লতফা নিত্রা, তানজিমউদ্দিন খান, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ইকবাল কবির ও পত্রিকাটির সম্পাদক সাকিব আব্দুল্লাহ।

অনুষ্ঠানে আলোকচিত্রী শহিদুল আলমসহ বক্তারা ‘সড়কে হত্যা প্রতিরোধ দিবস’ এর সাথে একাত্বতা প্রকাশ করেন। এর পাশাপাশি বাংলাদেশের কিশোর-তরুনদের সচেতন সৃজনশীলতা বিকাশ নিশ্চিতে ফিনিক্সের পথচলাকে অনুপ্রাণিত করেন।

এসময় ফিনিক্স পত্রিকার প্রকাশক রাকিন আবসার অর্নব আনুষ্ঠানিকভাবে সহযোগী সংগঠন ফিনিক্স সার্কেলের পথচলার শুভসূচনা করেন।

আলোচনা শেষে গান ও আবৃতি পরিবেশন করে অনুষ্ঠানের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলেন ত্রিলোক, বিবর্তন, স্বরব্যঞ্জন, অতলস্পর্শী, সমগীত ও ফিনিক্স সার্কেলের সংগীত ও আবৃতিশিল্পীরা।

ফিনিক্স ঘোষিত সড়কে হত্যা প্রতিরোধ দিবস এর সাথে সংহতি জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী বিডি রহমতুল্লাহ, প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা।