বিনোদন ২৫ এপ্রিল, ২০২৩ ০৫:৫৫

প্রতিদ্বন্দ্বী বিহীন শীর্ষে শাকিব খান!

বিনোদন প্রতিবেদক : ঈদে শাকিব খানের সিনেমা নেওয়ার জন্য হলগুলোর মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। শাকিব খানের সিনেমা চালানো মানেই পয়সা উশুল হয়ে লাভের মুখ দেখা। নানা সময়েই প্রত্যন্ত অঞ্চলের সিনেমা হলের মালিকরা এমনটা বলেন। এবারও ব্যতিক্রম হয়নি। ঈদে ৮ সিনেমা মুক্তি পেলেও সারাদেশে শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’-ই ১০০ সিনেমা হল দখল করে রেখেছে। আর তাই স্বাভাবিকভাবেই এই ঈদে শীর্ষে থাকছেন শাকিব খান। 

সারাদেশের হলগুলোর মধ্যে কোনোটায় হাউজফুল,কোনোটায় মোটামুটি ব্যবসা করছে বলে জানালেন নির্মাতা তপু খান। অবশ্য খোঁজ নিয়েও জানা গেলে সে কথা। সাভার সেনা অডিটোরিয়াম, মানিকগঞ্জে নবীব, চট্টগ্রামের সুগন্ধ হলগুলোর কর্তৃপক্ষরা বলছেন, দিন যতই যাচ্ছে, শাকিব খানের এই ছবিটি দর্শক ততবেশি দেখছে। 

প্রদর্শক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘ঈদের সবগুলো সিনেমা দর্শক দেখছে। তবে বেশি হলে মুক্তি পাওয়ায় এক নম্বরে আছে লিডার আমিই বাংলাদেশ, স্বাভাবিকভাবেই এতো হলে যার ছবি মুক্তি পেয়েছে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করা সম্ভব নয়। অবশ্য আওলাদ হোসেনের কথায় যুক্তি আছে। ১০০ হলের পরেই  ৩৩ সিনেমা হলে বাপ্পী-মিতুর ‘শত্রু’ মুক্তি পেয়েছে। ১৩ হলে বুবলী-আদরের ‘লোকাল’; রোশান-ববির ‘পাপ’ ও সজল-পূজার ‘জ্বীন’ সিনেমা দুটি পেয়েছে ১৫টি করে সিনেমা হলে। অন্যদিকে,  ইয়াশ-ঐশীর ‘আদম’ পেয়েছে মাত্র ৫টি হল আর জয়-অপুর ‘প্রেম প্রীতির বন্ধন’ পেয়েছে ১০টি হল।  শাকিব খানের সিনেমা ও অন্যান্য সিনেমার হল সংখ্যার পার্থক্যই ব্যবসায় বড় ব্যবধান গড়ে দেয়।

ঢাকার মধুমিতা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন,‘হাওয়ার পরে আর কোনো ছবি চলেনি। দীর্ঘদিন পর লিডার-খুব ভালো চলছে। এ ছবির মাধ্যমে ইয়াং জেনারেশন হলমুখী হয়েছে। দর্শক রিপিট হলে সেই ছবি সুপারহিট হয়। নওশাদ বলেন, মধুমিতায় লিডার দেখতে দর্শক রিপিট হচ্ছে। ছবি দেখে কেউ ব্যাড রিভিউ দিচ্ছে না। এটা খুবই ইতিবাচক দিক। ছবির সেল পড়ে যাচ্ছে না। আশা রাখছি ধারাবাহিকতা থাকবে।’

সৈয়দপুরের তামান্না সিনেমা হলে চলছে শাকিব খানের লিডার আমিই বাংলাদেশ। কেমন চলছে, এ প্রসঙ্গে ব্যবস্থাপক ঝন্টু বললেন, ‘ঈদের দিন ভালো ব্যবসা করেছে। তবে ঈদের পরেরদিন একটু কম। আর শাকিব খানের মারদাঙ্গা তামিল টাইপের ছবি দেখতে চায় দর্শক।

একই কথা বললেন, ‘জয়পুরহাটের পৃথিবী সিনেমা হলের কর্ণধার সুমন। বললেন, শাকিবের মারদাঙ্গা টাইপের সিনেমাই দর্শকেরা পছন্দ করেন। ব্যবসা করছে মোটামুটি, তবে আমাদের এখানে জয়পুরহাট সরকারি কলেজের ছাত্ররা দর্শক বেশি, কলেজ খুললেই দর্শক বাড়বে।

বগুড়ার মধুবন মাল্টিপ্লেক্সে চলছে কিল হিম'৷ হলটির ব্যবস্থাপক ইউনূস রুবেল, ‘ঈদের দিন তেমন দর্শক ছিল না। দ্বিতীয়দিন বিকেল ও সন্ধ্যার শো-তে এরাউন্ড ফিফটি পার্সেন্ট দর্শক ছিল। সকাল ও রাতের শো-তে টুয়েন্টি পার্সেন্ট দর্শক থাকে।

লিডার আমিই বাংলাদেশের পর বাপ্পীর শত্রু একক থিয়েটারগুলোতে ভালো চলছে। তবে মাল্টিপ্লেক্সে এর তেমন ব্যবসা নেই। একক থিয়েটারে কিছু শো হাউজফুলও হয়েছে। অন্যদিকে, আদর ও বুবলী অভিনীত লোকাল সিনেমা প্রশংসা পাচ্ছে দর্শকদের নিকট।

ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলছে ৬ ছবি। এরমধ্যে লিডার আমিই বাংলাদেশ দৈনিক একাধিক শো হাউজফুল যাচ্ছে। সেইসঙ্গে জ্বিন ছবিটিও ভালো ব্যবসা করছে বলে জানাল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বছরের অন্য সময়ে তালা ঝোলা ১২০টির মতো সিনেমা হল এবারের ঈদে চালু হয়েছে। প্রদর্শক সমিতি বলছে, মানসম্মত সিনেমার অভাবে দর্শকরা হলমুখী হয়না। লোকসান গুণতে হয় বলে বাধ্য হয়েই হলগুলো বন্ধ করতে হয়। এবারের ঈদুল ফিতর উপলক্ষে চালু হওয়া মৌসুমি হলগুলোর মধ্যে ৮০ শতাংশ হলে চলছে শাকিব খানের লিডার আমিই বাংলাদেশ। 

খোঁজ নিয়ে জানা যায়, বন্ধ থাকা সিনেমা হলগুলো আবার জেগে উঠেছে শাকিব খানের লিডার আমিই বাংলাদেশ’র মাধ্যমে। এমনটা জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল।


তিনি বলেন, ‘যে প্রত্যাশা নিয়ে বন্ধ সিনেমা হল চালু করা হয়েছে সেই প্রত্যাশা পূরণ করতে পারে লিডার। ঈদের প্রথম ও দ্বিতীয়দিন সারাদেশে সিনেমাটি ভালো যাচ্ছে।’

লিডার ছবির পরিবেশক এম এ মঞ্জুরুল বলেন, ‘বন্ধ সিনেমা হলগুলো যাতে খোলে এই বিষয়টি বিবেচনায় এনে আমরা অনেক হলে লিডার দিয়েছি। চাইলে ১০০ এর বেশি হলে রিলিজ করতে পারতাম। কিন্তু রেন্টালের বিষয়টি মাথায় রেখে সিনেমা দিয়েছি। ছবির রিপোর্ট এবং সেল দুটোই ভালো।’

লিডার দিয়ে চালু হওয়া বগুড়ার সোনিয়া, শ্যামনগরের লক্ষ্মী সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন থেকে লিডার দাপিয়ে ব্যবসা করছে। ছবিটি তারা একাধিক সপ্তাহ চালাতে চান। পূর্বের লোকসানগুলো অনেকটা এই ছবি দিয়ে তুলে আনার আশা প্রকাশ করেন তারা।

আমাদেরকাগজ / এইচকে