বিনোদন ৯ মে, ২০২৩ ১২:৫৪

‘গরবিনী মা সম্মাননা’য় ভূষিত হচ্ছেন তিশা ও ইমরানের মা

বিনোদন প্রতিবেদক : আগামী ১৪ মে ‘বিশ^ মা দিবস’ উপলক্ষ্যে দুপুর বারোটায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনসন সেন্টারের একটি হলে দশমবারের মতো আয়োজন করা হয়েছে ‘গরবিনী মা ২০২৩’। এর আগে এই সম্মাননা অনুষ্ঠানে দেশের অনেক তারকা’র মায়েরা সম্মাননায় ভ‚ষিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনে নন্দিত অভিনেত্রী নূসরাত ইমরোজ তিশা’র মা শাহীন মাহফুজা হক ও সঙ্গীতশিল্পী মোহাম্মদ মাহমুদুল হক ইমরানের মা সেলিনা হক’কে ‘গরবিনী মা ২০২৩’এ ভ‚ষিত করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘গরবিনী মা’এর উদ্যোক্তা এবং আয়োজক রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল’র ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান, এমপি ও অনুষ্ঠানের সভাপতি ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই’য়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী-সিআইপি’র হাত থেকে তিশা, ইমরানের মা ‘গরবিনী মা’ সম্মাননা গ্রহন করবেন। তিশা অনন্য মামুনের ‘অস্তিত্ব’ এবং তৌকীর আহমেদ’র ‘হালদা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভ‚ষিত হন। আবার ইমরান চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ^ সুন্দরী’ সিনেমায় গান গাওয়ার জন্য এবং সুর করার জন্য শ্রেষ্ঠ গায়ক ও সুরকার হিসেবে জীবনে প্রথমেই একসঙ্গে দু’টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভ‚ষিত হন। ‘গরবিনী মা’র প্রধান উদ্যোক্তা ও আয়োজক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন,‘ দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের গর্বিত মা’য়েদেরকে এই সম্মাননা বিগত নয় বছর যাবত প্রদান করে আসছি আমরা।

সন্তানদের এবং সন্তানদের মায়েদের এই সম্মাননাকে ঘিরে যে গর্ব, যে উচ্ছ¡াস আমি দেখে আসছি-তাই মূলত আমাকে অনুপ্রাণিত করে বারবার এই সম্মাননা ধারাবাহিকভাবে প্রতি বছর দিয়ে আসা। এই বছর সংষ্কৃতি অঙ্গন থেকে অভিনেত্রী তিশা, অভিনেতা রওনক ও সঙ্গীতশিল্পী ইমরানের মা’কেও আমরা সম্মাননা প্রদান করছি। তারা বেশ উচ্ছসিত এ কারণেই যে তাদের মায়েরা এই সম্মাননা তাদের সাফল্যের কারণে পেতে যাচ্ছেন।

অভিনন্দন তিশা , রওনক ও ইমরানের মা’কে।’ ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী জানান, অভিনেতা রওনক হাসানের মা সামসুন্নাহার মজুমদারও একই সম্মাননায় ভ‚ষিত হচ্ছেন। সঙ্গীতশিল্পী ইমরান বলেন,‘ আমার কাজকে মূল্যায়ণ করে আমার মা’কে এই সম্মাননায় ভ‚ষিত করা হচ্ছে এটা আমার জন্য সত্যিই ভীষণ ভালোলাগার। আম্মাকে এমন একটি আয়োজনে সম্মানীত হবার মুহুর্তটি দেখার অপেক্ষায় আমি। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন।’
 

আমাদেরকাগজ / এইচকে