অফলাইনেও হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ পাঠাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এবার অফলাইনে থেকেও করতে পারবেন চ্যাট। এ জন্য আপনার হোয়াটসঅ্যাপে ডিফল্ট নোটিফিকেশনে যে মেসেজ আসে, সেটি অন থাকতে হবে। সাধারণত অধিকংশ অ্যান্ড্রয়েড ফোনে এ ধরনের নোটিফিকেশনের পাশে ছোট তীর চিহ্ন দেখা যায়।

এ তীর চিহ্নে স্পর্শ করলেই রিপ্লাইয়ের অপশন পাওয়া যাবে। এবার রিপ্লাই অপশনে ক্লিক করলেই সরাসরি মেসেজ চলে যাবে। এ ফিচারের বাড়তি সুবিধা হচ্ছে এতে ব্যবহারকারী একবারও অনলাইন হবেন না, লাস্ট ‘সিনও’ পরিবর্তন হবে না। এ ছাড়া একই সুবিধা অন্যভাবেও পাওয়া যাবে। 

এজন্য প্রথমেই ইন্টারনেট সংযোগ বা ওয়াই-ফাই বন্ধ করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ গিয়ে সাধারণভাবেই চ্যাটিংয়ের প্রতি উত্তর দিন।  এবার হোয়াটসঅ্যাপ বন্ধ করে হোমে ফিরে আসুন। ক্লিয়ার অল করে নিন। এরপর ইন্টারনেট সংযোগ ফের চালু করুন।

এভাবে অনলাইন না হয়েও মেসেজ পাঠানো যাবে। লাস্ট সিনও একই থাকবে। 


আমাদেরকাগজ/এইচএম