শিক্ষা ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ১১:২৬

অবশেষে পদত্যাগ করলেন সেই ভিসি

ডেস্ক রিপোর্ট ।। 

ছাত্র আন্দোলনের মুখে পুলিশি প্রহরায় ক্যাম্পাস ছাড়তে বাধ্য হওয়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন অবশেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি এই পদত্যাগপত্র জমা দেন।

উল্লেখ্য, টানা দশদিন ধরে দুর্নীতি, অন্যায়ভাবে শিক্ষার্থীদের বহিষ্কার ও হয়রানির অভিযোগে বশেমুরপ্রবিতে উপাচার্য নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন চলেছে। আন্দোলনের মুখে রবিবার (২৮ সেপ্টেম্বর) ভিসি নাসিরউদ্দিন পুলিশি প্রহরায় ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন।