??????????? ২৬ মে, ২০২৩ ১০:৪৪

ছুরিকাঘাত-বন্দুক হামলায় নিহত ৪

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: জাপানের মধ্যাঞ্চলীয় শহর নাগানোতে ছুরিকাঘাত ও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই নারী এবং দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারী যুবক সিটি অ্যাসেম্বলি স্পিকার মাসামিচি আওকির ছেলে। তার প্রথম শিকার ছিল এক নারী। প্রায় এক ফুট লম্বা একটি ছুরি দিয়ে ওই নারীকে কুপিয়ে হত্যা করে যুবক।

এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।

বিবিসি জানায়, নাগানোর প্রত্যন্ত এক অঞ্চলে ছুরিকাঘাত ও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত হয়েছেন। 

সন্দেহভাজন ওই যুবককে আটক করতে গেলে দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায় সে। তবে চতুর্থ আরেকজন বৃদ্ধা কিভাবে নিহত হয়েছেন তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, জাপানে অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় সেখানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে তাকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেনস পেতে হয়। 

সূত্র : বিবিসি

আমাদের কাগজ/এমটি