অর্থ ও বাণিজ্য ১ অক্টোবর, ২০১৯ ০৬:০৫

রাজধানীতে মিলছে ৪৫ টাকায় পেঁয়াজ

ডেস্ক রিপোর্ট।।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার পর দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে রাজধানীর ৩৫টি স্থানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার সকালে শুরু হয় এসব পণ্য বিক্রি; দেখা গেছে ক্রেতাদের দির্ঘ লাইন।

ট্রাকে করে পেঁয়াজ, মশুর ডাল, চিনি, সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। তবে পেঁয়াজের চাহিদা সবচেয়ে বেশি বলে জানা গেছে। ট্রাকে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। এছাড়া প্রতিকেজি চিনি ৫০ টাকা ও মশুর ডাল ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে (২ ও ৫ লিটার) প্রতি লিটার ৮৫ টাকায়।

ঢাকার যেসব স্থানে টিসিবির পণ্য পাওয়া যাবে সেসব স্থান হলো- সচিবালয়ের গেইট, প্রেস ক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক,  সায়েন্সল্যাব মোড়, নিউ মার্কেট/নীলক্ষেত মোড়, শ্যামলী/কল্যাণপুর, ঝিগাতলা মোড়, খামারবাড়ি, ফার্মগেট, কলমীলতা মোড়, রজনীগন্ধা সুপার মার্কেট, কচুক্ষেত, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, রাজলক্ষ্মী কমপ্লেক্স, উত্তরা, মিরপুর-১ নম্বর মাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, আইডিয়াল স্কুল, বনশ্রী, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, মতিঝিল বক চত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ নম্বর গোল চত্বর, আশকোনা হাজি ক্যাম্প, মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার, দিলকুশা,  মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে ও পলাশী মোড়ে। 

এদিকে, আজও একশ টাকা কেজি দরেই পেঁয়াজ বিক্রি হচ্ছে রাজধানীর পাইকারি বাজারে। যদিও সোমবার, বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন বলেছিলেন, 'পেঁয়াজের দেশীয় মজুদ সন্তোষজনক, আমদানিও ভালো। তাই, দাম বাড়ার কোন কারণ নেই। কাল থেকে দাম কমবে পেঁয়াজের।'

আজ মঙ্গলবার সকালে, কারওয়ানবাজারে দেখা যায়, গতকালের বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। প্রতি কেজি দেশি পেঁয়াজ একশ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়। আর, খুচরা বাজারে বিক্রি হচ্ছে পাইকারির চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে। দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা।

গত রবিবার, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার পর দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায় কেজিতে ৩০ থেকে ৩২ টাকা। টিসিবি'র খোলা বাজারে পেঁয়াজ বিক্রি এবং মজুদ ও আমদানি ভালো থাকলেও এখনও কমেনি দাম। দ্রুতই দাম কমবে বলে গতকাল বাণিজ্য সচিব আশা জানিয়েছিলেন। তবে, তার আশ্বাসের কোন প্রভাব এখনও বাজারে পড়েনি।