???? ???????? ১ জুন, ২০২৩ ০৫:৪৮

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ১ জুন দুপুর তিন টার সময় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার পাইটকা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৪০), তার স্ত্রী ছাহেরা বেগম (৩৫), ছেলে সিয়াম (৪) এবং একই গ্রামের দরদ আলীর ছেলে ভ্যানচালক ফরহাদ (৩৫)।

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হেমাউল কবির বলেন, ‘মধুপুর থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস মধুপুরগামী একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। আর হাসপাতালে শিশুর মৃত্যু হয়।

মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘ঘটনাস্থলে অটোভ্যানের চালকসহ তিন জন নিহত হয়েছে। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদেরকাগজ / এইচকে