স্বাস্থ্য সেবা ২ জুন, ২০২৩ ০৬:৩৫

গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দীর্ঘ দুই মাস পর ফের দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪৮ জনে। এছাড়া গত একদিনে নমুনা পরীক্ষায় ৮৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ৮৮৫টি ল্যাবে ১ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে আগের কিছুসহ পরীক্ষা করা হয় মোট ১ হাজার ৫১৫টি নমুনা। পরীক্ষায় ৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫০৬ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ৫ দশমিক ৮৭ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ ভাগ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে ভাইরাসটি থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল  ২০ লাখ ৬ হাজার ৩১৩ জনে।


আমাদেরকাগজ/এইচএম