আমাদের কাগজ রিপোর্ট: রাজধানীর গুলিস্তানে বুধবার (১২ জুলাই) ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক দিয়েছেন দলটির নেতারা। বেলা ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও আগেভাগেই মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা।
প্রায় ১০ হাজার লোক নিয়ে সমাবেশে অংশ নিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু। তিনি বলেন, ’আমাদের দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু। আর বাংলাদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জনগণ এখনও শেখ হাসিনার পক্ষে রয়েছে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। তাদের নৈরাজ্য রুখে দিতে জনগণ আজ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। তাই আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে বা বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি যদি তাদের শক্তি দেখাতে চায়, তাহলে নির্বাচনে আসতে হবে।’
কাফরুল থানার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। কিন্তু বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করে তা রুখে দেওয়ার চেষ্টা করছে। জনগণকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ এটা কখনও মেনে নেবে না। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে আওয়ামী লীগ।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের আয়োজনে এই শান্তি সমাবেশে যোগ দিয়েছেন ঢাকায় দলটির বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা।
রাজধানীর পল্টন মোড়, হাইকোর্ট মোড়, ফুলবাড়িয়াসহ সংলগ্ন এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছেন সমাবেশে আগত নেতাকর্মীরা। রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের। এ সময় বিএনপির বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে তারা।
আমাদের কাগজ/টিআর