??????? ২৬ জুলাই, ২০২৩ ০১:৩২

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে খালেদা জিয়ার বাসভবনে যান মির্জা ফখরুল। সাক্ষাৎ শেষে রাত পৌনে ৯টার দিকে তিনি বেরিয়ে আসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ম্যাডামের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিতে মহাসচিব প্রায়ই দেখা করেন। আজও দেখা করেছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। এর দুই দিন আগে দলীয় প্রধানের সঙ্গে বিএনপি মহাসচিবের এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।


আমাদেরকাগজ/এইচএম